Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পুকুরে ডুবে পাবনা জেলা স্কুলের ৩য় শ্রেণীর এক ছাত্রের করুণ মৃত্যু

পাবনা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৪ আগস্ট, ২০১৭, ৩:৫২ পিএম

পাবনা জিলা স্কুলের ফুয়াদ রশিদ খান সোহান নামে (১০) তৃতীয় শ্রেণীর ছাত্রের পানিতে ডুবে করুণ মৃত্যু হয়েছে । সে পাবনা শহরের শালগাড়িয়া মহল্লার সাইদুর রশিদ খান পিন্টুর পুত্র। গত বৃহস্পতিবার দুপুরে অন্যান্য বন্ধুদের সাথে বৃষ্টিতে গোসল করার কথা বলে বাড়ি থেকে বের হয়। এক পর্যায়ে সবার অজান্তে বাড়ির পাশে পুকুরে গোসল করতে নেমে পড়ে। এলাকার লোকজন দুপুর ২টার দিকে পুকুরে তার লাশ ভাসতে দেখে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সোহানকে মৃত ঘোষণা করেন। তার অকাল মৃত্যুতে এলাকায় এবং স্কুলে শোকের ছায়া নেমে আসে। সমবেদনা জানাতে এলাকাবাসী শালগাড়িয়া শাপলা প্লাস্টিক রোডে ‘খান কটেজে’ সমবেত হন। তার পিতা বর্তমানে পবিত্র হজ্বব্রত পালনের জন্য মক্কায় অবস্থান করছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ