Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজধানীতে ভবন থেকে পড়ে পুলিশ সদস্যের মৃত্যু

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৪ আগস্ট, ২০১৭, ১১:২১ এএম

রাজধানীর মিরপুর-১৪ পুলিশ লাইনে মোবাইলে কথা বলার সময় ভবন থেকে নিচে পড়ে শরিফুল ইসলাম (২০) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে ভবন থেকে পড়ে গুরুতর আহত হন তিনি।

পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে নিয়ে আসলে সকাল ১০টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মিরপুর পুলিশ লাইনের মেজর হারুন অর রশিদ জানান, শরিফুল ইসলাম ৩মাস আগে কনস্টেবল হিসেবে পুলিশে যোগ দেয়। মিরপুর পুলিশ পাবলিক অর্ডার ম্যানেজম্যান্ট (পিওএম) এ উত্তর বিভাগে কর্মরত ছিলো। লাইনের ৯ নম্বর ভবনের ৬ তলায় থাকতো সে। সকালে বারান্দার রেলিংয়ে বসে মোবাইলে কথা বলার সময় অসাবধানতাবশত সে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হয়।

দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলেও জানান তিনি।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া জানান, মোবাইলে কথা বলার সময় ভবন থেকে পড়ে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাল লাশ ঢামেক মর্গে রাখা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ