Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রূপগঞ্জে ছাত্রলীগে রক্তক্ষয়ী সংঘর্ষ

| প্রকাশের সময় : ৪ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম


রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা : নারায়নগঞ্জের রূপগঞ্জে একটি কারখানার নিয়ন্ত্রনসহ বিভিন্ন বিষয়াদি নিয়ে ছাত্রলীগের দুই গ্রæপের ধাওয়া পাল্টা ধাওয়া ও রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েক জন আহত হয়েছে বলে জানা গেছে। এসময় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্কের সৃষ্টি করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার হাটাব আতলাশপুর জেলেপাড়া এলাকায় ঘটে এ ঘটনা।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, হাটাব আতলাশপুর এলাকার এনডিই রেডিমিক্স নামের একটি কারখানার নিয়ন্ত্রণসহ বিভিন্ন বিষয়াদি নিয়ে ছাত্রলীগ নেতা জুয়েল, রাসেল, রিয়াজ, আরিফ, রাহুল, এমারত, ইকরামসহ তাদের লোকজনের সঙ্গে ছাত্রলীগের অপর পক্ষের ফয়সাল, সবুজ, আব্দুল্লাহ, মঈন, হিমেল, আহাদসহ তাদের লোকজনের বিরোধ চলে আসছিলো।
বৃহস্পতিবার বিকেলে হাটাব জেলেপাড়া এলাকায় জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪২তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আয়োজিত কাঙ্গালীভোজে ছাত্রলীগের দুই পক্ষই উপস্থিত হয়।
এসময় তাদের উভয় পক্ষের মাঝে বাকবিতন্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে রামদা, চাপাতিসহ ধারালো ও দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে। এ ঘটনাকে কেন্দ্র করে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ৪ থেকে ৫টি ককটেল বিস্ফোরণ করা হয় বলে এলাকাবাসী জানিয়েছেন। এসময় কাঙ্গালীভোজে আসা লোকজন ছুটাছুটি করে চলে যায়।
তবে এ ঘটনার ব্যপারে ছাত্রলীগের উভয় পক্ষের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা কেউ কোন কথা বলতে রাজি হননি।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, এ ধরনের ঘটনার ব্যপারে আমার জানা নেই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ