Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রূপগঞ্জে আ.লীগের দুই গ্রুপে সংঘর্ষ মহিলাসহ আহত ৩০

প্রকাশের সময় : ১১ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

নারায়ণগঞ্জ জেলা সংবাদদাতা : রূপগঞ্জে দুই ইউপি চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়াপাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ প্রায় ৩০ জন আহত হয়েছেন।
আজ শুক্রবার দুপুরে উপজেলার গোলাকান্দাইল ও সাওঘাট এলাকায় এ ঘটনা ঘটেছে।
আহতদের মধ্যে এসকে সোলায়মান, মনজুর, গোলাম রসুল, দুর্জয়, হোসেন, রাজু, মোক্তার, হাবিব, রফিক, রাজন, নাছির, নজরুল, আনোয়ার, সেলিম, শাহআলম, শাহাদাত, ফারুক, রতন, ফাতেমা, রোকেয়াকে স্থানীয় বিভিন্ন ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, আসন্ন ইউপি নির্বাচনে থানা ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতাকর্মীদের উপস্থিতিতে এক বর্ধিত সভায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মনজুর হোসেন ভুইয়াকে সমর্থন দেওয়া হয়। এস কে সোলায়মান নামে অপর একজন আওয়ামী লীগ থেকে সমর্থন দাবি করেন।
আজ শুক্রবার বেলা ১১টার দিকে গোলাকান্দাইল হাট এলাকায় এস কে সোলায়মানের নেতৃতে তার কর্মী-সমর্থকরা অবস্থান নেন। এসময় এস কে সোলায়মানকে হুমকি দেওয়া হয়েছে বলে তার কর্মী-সমর্থকরা বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি এশিয়ান হাইওয়ে (বাইপাস) ও ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা, গোলাকান্দাইল ও সাওঘাট এলাকা প্রদক্ষিণ করে।
অপরদিকে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে শ্লোগান দেওয়াকে কেন্দ্র করে মনজুর হোসেন ভুইয়ার সমর্থকরা বিক্ষোভ মিছিলে বাধা দেয়। পরে উভয় পক্ষের লোকজন লাঠিসোটা নিয়ে কয়েক দফা ধাওয়া পাল্টাধাওয়া ও সংঘর্ষের জড়িয়ে পড়ে। এতে নারীসহ প্রায় ৩০ জন আহত হয়। পরে খবর পেয়ে ভুলতা ফাঁড়ি পুলিশ ঘটনাস্থল পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ব্যাপারে চেয়ারম্যান প্রার্থী দাবিদার এস কে সোলায়মান বলেন, আগামী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে জনগণ আমাকে চায়। আমি নির্বাচন করবো বিধায় আমাকে বিভিন্ন ভাবে হুমকি-ধামকি দেয়া হচ্ছে। আর এরই প্রতিবাদে আমার কর্মী সমর্থকরা বিক্ষোভ মিছিল করতে গেলে মনজুর হোসেন ভুইয়ার সমর্থকরা আমার লোকজনের উপর হামলা চালায়।
মনজুর হোসেন ভুইয়া বলেন, জুয়াড়ি এস কে সোলায়মান আড়াইহাজার, সোনারগাঁওসহ আশ-পাশের এলাকা থেকে অস্ত্রধারী সন্ত্রাসী ভাড়া করে বিক্ষোভের নামে এলাকায় আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করে। এ কারণে স্থানীয় লোকজন বাধা দেন।
ভুলতা পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আনোয়ার হোসেন জানান, সময় মতো ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে না পারলে আরো বড় ধরনের ঘটনা ঘটতে পারতো। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ