বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গাজীপুর জেলা সংবাদদাতা : গাজীপুর সিটি কর্পোরেশনের বরখাস্তকৃত মেয়র ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অধ্যাপক এমএ মান্নানের গাড়ি সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে। এতে গাড়িতে থাকা অধ্যাপক মান্নান সামান্য আহত হয়েছেন।
আজ শুক্রবার দুপুরে ঢাকা বাইপাস সড়কের গাজীপুর সিটি কর্পোরেশনের মেঘডুবি এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
অধ্যাপক এম এ মান্নানের ব্যক্তিগত সহকারী মো. বিল্লাল হোসেন জানান, অধ্যাপক এমএ মান্নান ঢাকার বাসা থেকে একটি পাজারো গাড়িযোগে গাজীপুর কেন্দ্রীয় জামে মসজিদে নামাজ পড়ার উদ্দেশে রওনা হন। গাড়িতে অধ্যাপক মান্নানসহ ৮ জন ছিলেন। দুপুর পৌনে ১টার দিকে ঢাকা বাইপাস সড়কের মেঘডুবি এলাকায় বাইপাস সড়ক থেকে কলেরবাজার সড়কে ওঠার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক পাজারোকে আঘাত করে।
এতে গাড়িটি সড়কের পাশে কাত হয়ে যায় এবং গাড়িতে থাকা অধ্যাপক এমএ মান্নান, ব্যক্তিগত সহকারী মো. বিল্লাল হোসেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সদস্য মো. হাসিবুর রহমান মুন্না, ড্রাইভারসহ ৮ জন আহত হন। পরে তাদের গাজীপুর সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।