বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
অর্থনৈতিক রিপোর্টার : অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জানিয়েছেন, বাংলাদেশের সাতটি উন্নয়ন প্রকল্পে ১০০ কোটি ডলার ঋণ সহায়তা দেবে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি)। এ বিষয়ে আলোচনা চলছে এবং সংস্থাটি ইতিবাচক মনোভাব দেখিয়েছে। গতকাল এআইআইবি’র ভাইস প্রেসিডেন্ট ড. ডি জে পান্ডিয়ান এর নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাতের পর অর্থমন্ত্রী এই তথ্য জানান। গতকাল সচিবালয়ে অর্থমন্ত্রীর কার্যালয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন এআইআইবি’র প্রতিনিধিরা। পরে সাংবাদিকদের অর্থমন্ত্রী বলেন, আমাদের সাতটি উন্নয়ন প্রকল্পে ১০০ কোটি ঋণ সহায়তা দেবে এআইআইবি। এ বিষয়ে আলোচনা চলছে। এর মধ্যে বিদ্যুতের ৩টি, সড়ক বিভাগের একটি ও রেলওয়ের তিনটি প্রকল্প রয়েছে। এর আগেও সংস্থাটি বাংলাদেশের দুটি প্রকল্পে ঋণ দিয়েছে।
এআইআইবি’র ভাইস প্রেসিডেন্ট ড. ডি জে পান্ডিয়ান বলেন, বাংলাদেশের জনসংখ্যা ক্রমাগত জনসম্পদে পরিণত হচ্ছে। দেশটির অর্থনীতি ক্রমান্বয়ে এগিয়ে যাচ্ছে। সব মিলিয়ে বাংলাদেশে বিনিয়োগের পরিবেশ বিরাজ করছে। বাংলাদেশে সরকারের অর্থমন্ত্রীর সঙ্গে আমরা আলোচনা করলাম। ঋণ সহায়তার বিষয়টি আমরা ইতিবাচক দৃষ্টিতে দেখছি। পদ্মা সেতুতে দুর্নীতির অভিযোগ বিষয়ে কমিশন গঠনের প্রসঙ্গে প্রশ্ন করা হলে অর্থমন্ত্রী বলেন, এটি সরকারের উচ্চ পর্যায়ের বিষয়। সরকারের উচ্চ পর্যায় থেকেই যা করার করা হবে। তাই এ বিষয়ে আমি কোনও কমেন্ট করবো না।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।