Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রুগ্ন গরু জবাইয়ের চেষ্টা

| প্রকাশের সময় : ৪ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

ভ্রাম্যমাণ আদালতে কসাইয়ের জরিমানা
গোয়ালন্দ (রাজবাড়ী) উপজেলা সংবাদদাতা : রাজবাড়ীর বালিয়াকান্দি বাজারে রুগ্ন গরু জবাইয়ের প্রস্তুতিকালে থানা পুলিশ এক কসাইকে আটক করে। গতকাল বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতে কসাইকে ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে ভ্র্যাম্যমাণ আদালত। পরে জরিমানার টাকা দিয়ে মুক্তি পায় কসাই। বালিয়াকান্দি থানার এস,আই নুর মোহাম্মদ জানান, বালিয়াকান্দি গ্রামের রুস্তম মিয়ার ছেলে মোঃ সালাউদ্দিন বুধবার সন্ধ্যায় বালিয়াকান্দি বাজারে রুগ্ন গরু জবাই করে মাংস বিক্রির জন্য প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে বালিয়াকান্দি থানার এস, আই নুর মোহাম্মদ, এ,এস,আই কিরণ কুমার মন্ডল অভিযান চালিয়ে রুগ্ন গরু জবাইয়ের আগেই কসাই মোঃ সালাউদ্দিনকে আটক করে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার এইচ এম রকিব হায়দার ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন। অভিযানে কসাই মোঃ সালাউদ্দিনকে ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ