Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ছাতকে নির্বাচন অফিসের অবহিতকরণ সভা

| প্রকাশের সময় : ৪ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

ছাতক (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতা  : ছাতকে উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে ছবিযুক্ত ভোটার তালিকা হাল-নাগাদ কর্মসূচি ২০১৭ইং উপলক্ষে উপজেলা সম্মেলন কক্ষে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাসির উল্লাহ খানের সভাপতিত্বে ও উপজেলা নির্বাচন অফিসার ও ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির সদস্য সচিব এবিএম সাইফুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান আওলাদ আলী, আব্দুল মছব্বির, বিল্লাল আহমদ, উপজেলা স্বাস্থ্য ও প.প. অফিসার ডাক্তার অভিজিৎ শর্ম্মা, উপজেলা মৎস্য অফিসার ড. খালেদ কনক, সমবায় অফিসার বিজিত রঞ্জন কর, প্রাথমিক শিক্ষা অফিসার মানিক চন্দ্র দাস, আনসার ও ভিডিপি অফিসার আব্দুল মালেক, আ’লীগ নেতা সৈয়দ আহমদ, উপজেলা জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা নূরুল হক, ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রনিসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভায় নির্বাচন অফিসারের বিরুদ্ধে দায়িত্বে অবহেলা ও বিভিন্ন অনিয়মের অভিযোগ করে ক্ষোভ প্রকাশ করা হয় এবং ভবিষ্যতে যথাযথ দায়িত্ব পালনের তাগিদ দেয়া হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ