রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
তেঁতুলিয়া (পঞ্চগড়) উপজেলা সংবাদদাতা : পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার ৮নং দন্ডপাল ইউনিয়ন আ.লীগের সভাপতি ও কয়েকটি পরিবারের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন করেছে ইউনিয়ন আ.লীগ। কালিগঞ্জ বাজারে গতকাল বৃহস্পতিবার দুপুরে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ইউনিয়ন আ.লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, জয়বাংলা বাউল গোষ্ঠীর নেতা কর্মীসহ সর্বস্তরের মানুষ অংশ নেয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, ৮নং দন্ডপাল ইউনিয়ন আ.লীগের সভাপতি আজগর আলী, যুবলীগের সাধারন সম্পাদক মোতাহার হোসেন সাজু ও ছাত্রলীগের সভাপতি রাজিব রায় প্রমুখ। এ সময় বক্তারা বলেন, কালিগঞ্জের সুকাতু প্রধান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সভাপতির নির্দেশে বেআইনী ভাবে কালিগঞ্জ বাজারের কয়েকটি দোকান ভাঙচুর করা হয়। দোকানদাররা ভাঙচুরকারীদের বিরুদ্ধে আদালতে মামলা করে। কিন্তু গত বুধবার ভাঙচুরকারীরা উল্টো মামলাকারীদের বিরুদ্ধে মানববন্ধন করে। মানববন্ধনে ইউনিয়ন আ.লীগের সভাপতি সহ কয়েকটি পরিবারের বিরুদ্ধে মিথ্যা বক্তব্য প্রচার করা হয়। অন্যায়ভাবে গরিব দোকানদারদের দোকান ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদ করায় তারা আ.লীগের বিরুদ্ধে অপ্রচার শুরু করেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।