Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গোয়ালন্দে ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু

| প্রকাশের সময় : ৪ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

গোয়ালন্দ (রাজবাড়ী) উপজেলা সংবাদদাতা : রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া রেলস্টেশন সংলগ্ন গণস্বাস্থ্য কেন্দ্র এলাকায় হানিফ আলী (৫০) নামের এক ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু হয়েছে। তিনি মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার গোলারা গ্রামের মৃত বাহাজউদ্দিনের ছেলে। গত বুধবার সন্ধ্যায় থানা পুলিশ তার লাশ উদ্ধার করে। এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, নিহত হানিফ আলী কাঁচামালের ব্যবসা করতেন। ব্যবসার কারণে তার গোয়ালন্দের বিভিন্ন এলাকায় যাতায়াত ছিল। বুধবার বিকেলে তিনি দৌলতদিয়া রেলস্টেশন সংলগ্ন যৌনপল্লীর পাশে গণস্বাস্থ্য কেন্দ্র এলাকায় অচেতন হয়ে পড়ে ছিলেন। এ সময় আশপাশের লোকজন তার মাথায় পানি দেয়া সহ তাকে চিকিৎসকের কাছে নেয়ার আগেই তার মুত্যু হয়। পরে খবর পেয়ে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ তার লাশের সুরতহাল রিপোর্ট তৈরী ও উদ্ধার করে বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য রাজবাড়ীর মর্গে প্রেরণ করে। গোয়ালন্দ ঘাট থানার অপারেশন অফিসার এসআই সোমনাথ বসু বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের রিপোর্ট পেলে হানিফ আলীর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ