Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পোল্ট্রি খামার ঘুরিয়েছে ভাগ্যের চাকা

| প্রকাশের সময় : ৪ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

মুরশাদ সুবহানী/ এস.এম রাজা, পাবনা থেকে : পাবনার ঈশ্বরদী উপজেলা সমৃদ্ধ অনেক দিক থেকে। বেশী সাফল্য অর্জিত হয়েছে কৃষি পণ্যে। বিভিন্ন জাতের আম, লিচুর প্রচুর আবাদ হয় এই উপজেলায়। পোল্ট্রিতেও পিছিয়ে নেই। পোল্ট্রি খামার করে ভাগ্যের চাকা ঘুরিয়ে সৌভাগ্যের দিকে নিয়ে আসতে পেরেছেন অনেকেই। এই রকম একজন সফল পোল্ট্রি খামারী আলহাজ্ব মো: আব্দুল হাকিম শেখ। ইন্টারমিডিয়েট পাশ করার পর ঈশ্বরদীর মুলাডুলি ইউনিয়নের পতিরাজপুর গ্রামের আলহাজ্ব আব্দুল মজিদ শেখের পুত্র মো: আব্দুল হাকিম শেখ ভাগ্য পরিবর্তনের আশায় বিদেশে পাড়ি জামান। দীর্ঘ প্রায় নয় বছর পর দেশে চলে আসেন তিনি। দেশে ফিরে বেকার হয়ে পড়েন। এতদিন বিদেশ থেকেও তেমন কিছুই বিদেশে করতে পারেননি। আয়-ব্যায় প্রায় সমান সমান। তারপর বেকারত্ব দূর করতে তিনি ২০১০ সালে ৫শ’ লেয়ার মুরগী পালন শুরু করেন। গড়ে তোলেন মুরগীর খামার। মাত্র ৭ বছরে নিজে পরিশ্রম করে পোল্ট্রি খামারকে আরো বড় করে তোলেন। বর্তমানে তাঁর খামারে ৮ হাজার মুরগী রয়েছে। মুরগী ও ডিম বিক্রি করে সাফল্য অর্জন করেন। বেকারত্বের অভিশাপ ঘুচিয়ে সচ্ছলতা ফিরিয়ে আনেন। বর্তমানে দিনে প্রয় ৫ হাজার ডিম বিক্রি করেন। বিক্রিযোগ্য মুরগীও বিক্রি করেন। তাঁর মুরগীর খামারে ২৯ জনের কর্মসংস্থান হয়েছে। এর মধ্যে দুইজন প্রতিবন্ধী ও তিনজন নারী শ্রমিক রয়েছেন। ডিম বিক্রি করে যে মুনাফা অর্জিত হয়েছে তা দিয়ে তিনি আড়ৎ গড়ে তোলেন। এক হাজার ডিম দিয়ে শুরু করা আড়ৎ থেকে প্রতিদিনি গড়ে লক্ষাধিক ডিম ক্রয়-বিক্রয় করছেন। মুরগীর পরিত্যক্ত বর্জ্য দিয়ে বায়োগ্যাস প্লান্ট করেছেন। এই চুলায় পরিবারের রান্নার কাজ চলে। তাঁর পোল্ট্রি ফার্ম দেখে এলাকার অনেক বেকার যুবক পোল্ট্রি ফার্ম করার জন্য উদ্বুদ্ধ হয়েছে। তাঁর কাছে পরামর্শের জন্য আসলে তিনি তাদের মুরগী পালনে পরামর্শ দিচ্ছেন। আলহাজ্ব মো: আব্দুল মজিদ শেখ দৃঢ়ভাবে বিশ্বাস করেন, সর্বস্ব নিঃশ্বেষ করে বিদেশ গিয়ে ভাগ্য পরিবর্তনের চেয়ে সেই অর্থে এই দেশে কাজ করে সাবলম্বী হওয়া যায়। আড্ডা মেরে বেকার সময় নষ্ট না করে যুব শ্রেণীকে নিজেদের পায়ে দাঁড়াতে পরামর্শ দেন। শুধু পোল্ট্রি ফার্ম নয়, তারা কৃষি ক্ষেত্রে, মৎস্য পালনেও সাফল্য আনতে পারেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ