বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বগুড়ার শিবগঞ্জে পুকুরের পানিতে ডুবে শোভন (৬) ও নাহিদ (৬) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার শিবগঞ্জের ময়দানহাটা গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত শোভন ওই গ্রামের মাহের আলীর ছেলে এবং নাহিদ একই গ্রামের ময়নুলের ছেলে।
ময়দানহাটা গ্রামের বাসিন্দা রাসেল মাহমুদ জানান, ওই দুই শিশু বাড়ির সামনে ফজলুর রহমানের পুকুরের পাড়ে খেলছিল। সকাল ১১টার দিকে শোভন নামে এক শিশু ওই পুকুরে পড়ে যায়। এ সময় তাকে উদ্ধারের জন্য নাহিদ নামে অপর শিশুটি পুকুরে ঝাঁপ দেয় এবং সেও মারা যায়। পরে গ্রামবাসী তাদের লাশ উত্তোলন করেন।
রাসেল মাহমুদ বলেন, ‘ঘটনার সময় সেখানে ওই দুই শিশু ছাড়া আর কেউ ছিল না। তবে দূর থেকে নাহিদের দাদি কল্পনা বেগম ওই ঘটনাটি দেখেছিলেন। কিন্তু অনেক দূরে থাকায় তিনি দৌড়ে গিয়েও তাদের রক্ষা করতে পারেননি। ’
তিনি জানান, নাহিদ তার বাবা-মার একমাত্র সন্তান ছিল। দুই শিশুর মৃত্যুর খবরে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীদ মাহমুদ খান বিষয়টি নিশ্চিত করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।