Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিক্ষক নিয়োগে ঢাবির ঐতিহ্য বজায় রাখা হচ্ছে না: প্রধান বিচারপতি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩ আগস্ট, ২০১৭, ২:২৭ পিএম

প্রধান বিচারপতি এসকে সিনহা বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ঐতিহ্য রয়েছে। সেই ঐতিহ্য বজায় রেখে বর্তমানে এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ দেয়া হচ্ছে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ সংক্রান্ত এক মামলার শুনানি কালে অ্যাটর্নি জেনারেলের উদ্দেশ্যে প্রধান বিচারপতি একথা বলেন।
নাম উল্লেখ না করে প্রধান বিচারপতি বলেন, একজন ভিসি পর্যন্ত ঐতিহ্য বজায় রেখে শিক্ষক নিয়োগ দেয়া হয়েছিলো। তখন বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের মধ্য থেকে যারা প্রথম শ্রেণিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হতেন তাদেরকে শিক্ষক নিয়োগ দেয়া হতো কিন্তু এখন আর সেটি হচ্ছে না। এটা অ্যালারমিং।
ঢাবির দর্শন বিভাগের শিক্ষক তোফায়েল আহমেদের নিয়োগ স্থগিত চেয়ে করা আবেদনের শুনানিতে অ্যাটর্নি জেনারেলকে এসব কথা বলেন প্রধান বিচারপতি।
তোফায়েলের পক্ষে অ্যাটর্নি জেনারেল বলেন, তোফায়েল এসএসসি পরীক্ষায় প্রাপ্ত নম্বর কম পেয়েছে। হাইকোর্ট তার নিয়োগ অবৈধ করায় তাকে ক্লাস করতে দেওয়া হচ্ছেনা। হাইকোর্টের রায় স্থগিতের আবেদন জানান তিনি। তবে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের তিন বিচারপতির বেঞ্চ রায় স্থগিত না করে ‘নো অর্ডার’ দেন।

 



 

Show all comments
  • Md. Mukul Mia ৩ আগস্ট, ২০১৭, ৩:৫১ পিএম says : 0
    শিক্ষা জাতির মেরুদণ্ড। তাই দেশ ও জাতির কল্যাণে কিছু প্রতিষ্ঠান খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ঢাকা বিশ্ববিদ্যালয় তারই মধ্যে, এই সকল প্রতিষ্ঠানে বিভিন্ন অঞ্চল থেকে শিক্ষার্থীরা জ্ঞান প্রাপ্তিমূলক উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য আসে। উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য প্রয়োজন ভালো শিক্ষকের তা না হলে শিক্ষার্থীদের শিখনিও বিষয় ব্যহত হবে। তাই সর্বদিক বিবেচনা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য বজায় রেখে শিক্ষক নিয়োগ দেয়া প্রয়োজন।।
    Total Reply(0) Reply
  • Miah Muhammad Adel ৩ আগস্ট, ২০১৭, ৫:৩৬ পিএম says : 0
    এখন মেধার দাম নাই। দাম আছে দলীয় সংশ্লিষ্টতার।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ