Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নাটোর-বগুড়া মহাসড়কে বাস চলাচল বন্ধ

নাটোর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩ আগস্ট, ২০১৭, ১:০০ পিএম

নাটোর-বগুড়া মহাসড়কে অনির্দিষ্টকালের জন্য যাত্রীবাহী বাস চলাচল বন্ধ করে দিয়েছেন নাটোরসহ উত্তর ও দক্ষিণ জেলার বাস মালিকরা।
বৃহস্পতিবার সকাল থেকে অনির্দিষ্টকালের এ ধর্মঘট শুরু হয়েছে। সিংড়ায় বাসসহ বিভিন্ন যানবাহন থেকে চাঁদাবাজির প্রতিবাদে তারা এ ধর্মঘট করছেন।
নাটোর জেলা বাস মালিক সমিতির সভাপতি লক্ষণ পোদ্দার জানান, সিংড়া উপজেলায় জেলা মোটর মালিক সমিতির নামে নাটোর-সিংড়া-বগুড়া মহাসড়কে চলাচলকারী যাত্রীবাহী বাসসহ বিভিন্ন যানবাহন থেকে চাঁদা আদায় করা হচ্ছে। এ চাঁদাবাজি বন্ধে দীর্ঘদিন ধরে বাস মালিকরা দাবি জানিয়ে আসছেন। কিন্তু তা বন্ধ না হওয়ায় আজ সকাল থেকে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ করে দিয়েছেন মালিকরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ