বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নওগাঁ জেলা সংবাদদাতা ঃ নওগাঁর পুলিশ সুপার মোঃ মোজাম্মেল হক বিপিএম, পিপিএম এর জেলা বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে নিজে কাঁদলেন এবং জেলা পুলিশের সকল সদস্যদের কাদিয়ে বিদায় নিলেন তিনি। সর্বশেষ জেলা পুলিশের উদ্যোগে বুধবার দুপুরে পুলিশ লাইন্স ড্রিল সেডে এ সংবর্ধনা দেওয়া হয়। পুলিশ লাইনে পৌছলে তাকে জেলা পুলিশ গার্ড অফ অনার দেয় এবং দুই থারে দাঁড়িয়ে জেলা পুলিশের পক্ষ থেকে ফুল দিয়ে বরন করে নেয়। পরে সবার বক্তব্য শেষে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়ে নিজে কাদলেন এবং ড্রিল সেডের সকল সদস্যদের কাদিয়ে তিনি বিদায় নিলেন। অতিরিক্ত পুলিশ সুপার রাশিদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে ডিএসবির সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারজানা হোসেন, নওগাঁ সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার লিমন রায়, সদর মডেল থানার অফিসার ইনচার্জ তোরিকুল ইসলাম, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ জাকিরুল ইসলাম, ডিআই ওয়ান মোসলেম উদ্দীন, ট্রাফিক অফিসার টিআই রেজাউল করিম খাঁন, সদর মডেল থানার ইন্সপেক্টর তদন্ত আনোয়ার হোসেন, পুলিশ লাইনস এর আর আই, নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ, ষ্টেনো হেলালুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। বক্তরা সবাই তার কর্মজীবনের স্মৃতি চারন করতে গিয়ে অনেকেই কান্নায় ভেঙ্গে পড়েন। পরে তাকে জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেষ্ট প্রদান করেন। পরে এক প্রীতভোজ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে নওগাঁ জেলা পুলিশের পক্ষ থেকে গার্ড অফ অনার শেষে কুশল বিনিময় করেন। জেলা পুলিশের রিতী অনুয়ায়ী গাড়ীতে রশি বাধিয়ে অতিরিক্ত পুলিশ সুপার থেকে শুরু করে সকল সদস্যরা টেনে গেঠ পার করিয়ে দেন। সে সময় দুই ধারে শেষ বারের মত ফুল দিয়ে শেষ বিদায় জানানো হয়। এসময় তার সাথে ছিলেন, তার সহধর্মীনি সুলতানা হক, তার পুত্র ও কন্যা।
অপর দিকে, মঙ্গলবার রাতে জেলা প্রেস ক্লাবের উদ্যোগে পুলিশ সুপার মোঃ মোজাম্মেল হক বিপিএম, পিপিএম এর বিদায় সংবর্ধনা দেওয়া হয়। এসময় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. মোঃ আমিনুর রহমান। জেলা প্রেস ক্লাবের সভাপতি কায়েস উদ্দিনের সভাপতিত্বে অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার গোলাম সামদানী, প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মীর মোশারফ হোসেন জুয়েল, সিনিয়র সাংবাদিক নবীর উদ্দিন প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।