Inqilab Logo

শনিবার ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১, ২৯ রবিউস সানী ১৪৪৬ হিজরি

সুন্দরগঞ্জে একটি বাড়ি একটি খামার প্রকল্পের মাঠ সহকারী লাঞ্ছিত

| প্রকাশের সময় : ৩ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা ঃ সুন্দরগঞ্জে একটি বাড়ি একটি খামার প্রকল্পের উপজেলা সমন্বয়কারীর (ভারপ্রাপ্ত) পিতাকে সমিতির সভাপতি না করায় মাঠ সহকারি চন্দনা রানী দত্ত (২৯) লাঞ্ছিত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। চন্দনা রানী উপজেলার দহবন্দ ইউনিয়নের জরমনদী গ্রাম উন্নয়ন সমিতির মাঠ সহকারি ও পৌর সভার ৬নং ওয়ার্ডের শ্যামল দত্তের কন্যা। এ বিষয়ে গত মঙ্গলবার বিকেলে চন্দনা রানী লিখিত অভিযোগ দায়ের করেছেন উপজেলা নিবার্হী অফিসার বরাবরে।
অভিযোগ ও বিভিন্ন তথ্যে জানা যায়, জরমনদী গ্রাম উন্নয়ন সমিতির সাথে একটি বাড়ি একটি খামার প্রকল্পের উপজেলা সমন্বয়কারী (ভারপ্রাপ্ত) সাজেদুল ইসলাম স্বাধীনের গ্রামের বাড়ি। স্বাধীন তার পিতা খলিলুর রহমানকে ওই সমিতিরি সভাপতি করতে নির্দেশ দেন মাঠ সহকারি চন্দনা রানীকে। সমিতির অন্যান্য সদস্যরা এতে সম্মত না হলে খলিলুর রহমানকে সভাপতি করা সম্ভব হয়ে উঠেনা চন্দনা রানীর পক্ষে। এতে ক্ষিপ্ত হয়ে উঠেন উপজেলা সমন্বয়কারী সাজেদুল ইসলাম স্বাধীন। পরে গত সোমবার চন্দনা রানী উপজেলা অফিসে দাপ্তরিক কাজে গেলে সমন্বয়কারী স্বাধীন তার নিজ রুমে ডেকে নেন। এসময় ওই রুমে বিভিন্ন ধরনের লোকজন উপস্থিত ছিলেন। স্বাধীন আবারোও তার পিতাকে সভাপতি করতে চাপ দেন। এতে চন্দনা রানী দত্ত অপারগতা প্রকাশ করলে তাকে লাঞ্ছিত করা হয়। এব্যাপারে প্রকল্পের উপজেলা সমন্বয়কারী সাজেদুল ইসলাম স্বাধীন নিউজ করতে নিষেধ করে বলেন, আমি চন্দনা রানীকে লাঞ্ছিত করিনি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ