Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাই কমিশন থেকে অর্ধশত বাংলাদেশী আটক

| প্রকাশের সময় : ৩ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : মালয়েশিয়ার কুয়ালালামপুস্থ বাংলাদেশ হাই কমিশন থেকে মালয় পুলিশ অর্ধশত বাংলাদেশী কর্মীকে আটক করেছে। আটককৃত কর্মীর মধ্যে কত জন বৈধ বা অবৈধ তা’ জানা যায়নি। প্রত্যক্ষদর্শিরা এতথ্য জানিয়েছেন। হাই কমিশনের একজন কর্মকর্তা জানিয়েছেন হাই কমিশনের বাইরে কি হয়েছে তা’ আমরা জানি না।রাতে হাই কমিশনের কনসুলার রাইস হাসানের সাথে যোগযোগ করা হলে তিনি মিটিংয়ে আছেন বলে টেলিফোন রেখে দেন। হাই কমিশনের বাড়ীর মালিকের কথিত তামিল সিকিউরিটিরা আগত কর্মীদের কাছ থেকে প্রকাশে এক রিংগিট করে ঘুষ আদায়কে কেন্দ্র করে তুমুল হট্রোগোলের জের ধরেই গতকাল মালয় পুলিশ হাই কমিশনের আগত লাইনে দাঁড়ানো বাংলাদেশী কর্মীদের আটক করে নিয়ে যায়। একটি দেশের হাই কমিশন থেকে স্ব দেশীয় কর্মীদের গণহারে আটকের ঘটনা এটাই প্রথম। এতে প্রবাসী কর্মীদের মাঝে আতংক ছড়িয়ে পড়েছে। কুয়ালালামপুর থেকে বাংলাদেশী কমিউনিটি’র শীর্ষ পর্যায়ের নেতা রাতে টেলিফোনে ইনকিলাবকে বলেন, বাংলাদেশী হাই কমিশনার শহীদুল ইসলামের প্রশাসনিক দূর্বলতা ও অযোগ্যতার কারণেই মালয় পুলিশ হাই কমিশনের কোনো অনুমতি না নিয়ে বাংলাদেশীদের গ্রেফতার করে নিয়ে যাচ্ছে। এতে বাংলাদেশের ভাম-মর্যাদা ক্ষুন্ন হচ্ছে। প্রত্যক্ষদর্শি ড্রাইভার বাংলাদেশী মুজিব টেলিফোনে জানান, কয়েক যুগ ধরে মালয়েশিয়ায় থাকি। হাই কমিশনে আগত লাইনে দাঁড়ানো বাংলাদেশী কর্মীদের এভাবে কবুতরের মতো ধরতে দেখিনি। এ ধরনের আটকের ঘটনায় বাংলাদেশের প্রবাসী কর্মীরা নিজেদের অপমান বোধ করছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মালয়েশিয়া

৯ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ