বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামে পৃথক দু’টি অভিযানে ১৪শ’ বোতল ভারতীয় ফেনসিডিল, একটি পিকআপ ও প্রাইভেটকারসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। গতকাল (বুধবার) বিকেলে নগরীর অদূরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিরা এলাকায় একটি প্রাইভেট কার থেকে ১ হাজার বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। গ্রেফতার করা হয় মাদক ব্যবসায়ী মোঃ মফিজ উদ্দিন ওরফে মশিউরকে (৩৫)। কুমিল্লা থেকে প্রাইভেট কারের পেছনে লুকিয়ে ফেনসিডিলের চালানটি চট্টগ্রাম আনা হচ্ছিল।
এর আগে মঙ্গলবার রাতে নগরীর আকবর শাহ থানার সিটি গেইটে পিকআপ বোঝাই ৪শ’ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে র্যাব। এ অভিযানে গ্রেফতার করা হয় ৩ মাদক ব্যবসায়ীকে। কুমিল্লা সীমান্ত দিয়ে ভারত থেকে আসা এ চালানটি পিকআপযোগে নগরীতে আনা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে সিটি গেইট এলাকায় এ অভিযান পরিচালনা করে র্যাব। গ্রেফতারকৃতরা হলো- মোঃ মিজান (২৮), মোঃ নুরুন্নবী (৩০) ও আনোয়ার হোসেন (২২)। উদ্ধারকৃত ফেনসিডিলের আনুমানিক মূল্য ৩ লাখ ২০ হাজার টাকা। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে তারা জানায়, এর আগে কুমিল্লা সীমান্ত দিয়ে আসা বেশ কয়েকটি ফেনসিডিলের চালান তারা চট্টগ্রামে নিয়ে আসে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।