বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নোয়াখালী ব্যুরো : কবিরহাট উপজেলার বাটাইয়া ইউনিয়নে বাবা-মা’য়ের সাথে অভিমান করে নুসরাত রাব্বানী সিয়াম (১৭) নামের এক ছাত্রলীগ নেতা আত্মহত্যা করেছে। বুধবার সকালে শ্রীনন্দী গ্রাম থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। নিহত নুসরাত রাব্বানী সিয়াম ওই গ্রামের মো. নজরুল ইসলামের ছেলে। সে স্থানীয় ওটারহাট উচ্চ বিদ্যালায় কমিটির ছাত্রলীগের সাধারণ সম্পাদক।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে দেরিতে বাড়ীতে ফেরায় ও পড়া লেখায় মনযোগ না দেওয়ায় সিয়ামের বাব-মা এবং পরিবারের লোকজন তাকে বকাঝকা করে। এতে ক্ষিপ্ত হয়ে রাতের কোন একসময় নিজের কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে। পরে বুধবার সকালে তার কক্ষে সাড়া শব্দ না পেয়ে পরিবারের লোকজন দরজা খুলে ভিতরে সিয়ামের ঝুলন্ত মৃতদেহ দেখতে পায় । স্থানীয় ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান সিয়ামের আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন। কবিরহাট থানার ওসি মির্জা মো. হাছান জানান, এ বিষয়ে কেউ থানায় অবগত করেনি।
খুলনায় গণপিটুনিতে আহত চরমপন্থী ক্যাডারের মৃত্যু
খুলনা ব্যুরো : খুলনায় গণপিটুনিতে আহত সাইদুল ইসলাম ওরফে সাইদুল (৩০) নামে এক চরমপন্থি ক্যাডার মারা গেছে। গতকাল বুধবার ভোরে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি মারা যান। সাইদুল নগরীর মাতমডাঙ্গা গ্রামের মোমিন মল্লিকের ছেলে।
খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল আলম জানান, সাইদুল চরমপন্থি সংগঠন পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির (এম-এল) নামে এলাকায় চুরি, ডাকাতি, ছিনতাই ও চাঁদাবাজি করত। গত ৩১ জুলাই স্থানীয়রা সাইদুলকে আটক করে পিটুনি দেয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল বুধবার ভোরে তার মৃত্যু হয়। সাইদুলের বিরুদ্ধে খানজাহান আলী থানায় চুরি, ডাকাতি, ছিনতাই ও চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।