Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শাবিতে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে আহত ৩

| প্রকাশের সময় : ৩ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

শাবি সংবাদদাতা : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে হলের কক্ষ দখলকে কেন্দ্র করে শাখা ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে তিনজন আহত হয়েছে। গত মঙ্গলবার দিবাগত রাত দেড়টা থেকে সাড়ে তিনটা পর্যন্ত প্রায় দুই ঘন্টাব্যাপী বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলে এই সংঘর্ষে ঘটে। হল সূত্র জানা যায়, বঙ্গবন্ধু হলের ৫০০৪ এবং ৫০২১ নং কক্ষ দখলকে কেন্দ্র করে শাখা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রুহুল আমিন ও যুগ্ম সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম সবুজের অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে সবুজের সাথে যোগ দেন সিনিয়র সহ-সভাপতি আবু সাঈদ ও সহ-সভাপতি অঞ্জন রায়ের সমর্থিত কর্মীরা। দফায় দফায় সংঘর্ষে উভয় গ্রæপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল ছুড়াছুড়ির ঘটনা ঘটে। এতে তিনজন আহত হয় বলে জানা গেছে। সংঘর্ষে গুরুতর আহত অবস্থায় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি আবু সাঈদ আকন্দের অনুসারী আবু হেনা ও সহ-সভাপতি অঞ্জন রায়ের অনুসারী নাঈমকে সিলেটের ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। এবিষয়ে যোগাযোগ করা হলে ভারপ্রাপ্ত সভাপতি রুহুল আমিন বলেন, ‘ভুল বুঝাবুঝির কারণেই সংঘর্ষ হয়েছিল। বর্তমানে বিষয়টি মিমাংসা হয়ে গেছে।’ যুগ্ম সম্পাদক সাজিদুল ইসলাম সবুজের সাথে মোবাইলে যোগাযোগ করেও পাওয়া যায়নি।’ বঙ্গবন্ধু হলের প্রভোষ্ট প্রফেসর ড. এসএম হাসান জাকিরুল ইসলাম বলেন, ‘অভিযোগের প্রেক্ষিতে ও হলের সিসিটিভি ফুটেজ দেখে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ