Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

২১ কোটি টাকার সাপের বিষ উদ্ধার

| প্রকাশের সময় : ৩ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) উপজেলা সংবাদদাতা : চুয়ডাঙ্গার দামুড়হুদা সীমান্তে ২০ কোটি টাকা মূল্যের সাপের বিষ উদ্ধার করেছে বিজিবি। বিজিবি-৬ এর অতিরিক্ত পরিচালক মুহাম্মদ লুৎফুল কবীর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, বিজিবি’র সুলতানপুর বিওপি কমান্ডার নায়েব সুবেদার মোঃ তোতা মিয়া গত মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলার দামুড়হুদা উপজেলার মদনা গ্রামের মাঠ এলাকায় টহল দিচ্ছিল। এ সময় বিজিবি টহলদলের উপস্থিতি টের পেয়ে ব্যাগ হাতে ২ জন লোক দৌঁড়ে পালাতে থাকে। এসময় বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করে। এক পর্যায়ে তারা হাতের ব্যাগগুলো পার্শ্বের ঝোপের ভিতর ফেলে দৌড়ে পালিয়ে যায়। বিজিবি সদস্যরা ঝোপের ভিতর পড়ে থাকা ব্যাগ ২টি থেকে কোবরা সাপের বিষভর্তি ৪ টি কাঁচের পাত্র উদ্ধার করে। উদ্ধারকৃত ৪ টি পাত্রে থাকা বিষের ওজন ৩ কেজি ৩০ গ্রাম এবং এর আনুমানিক মূল্য ২০ কোটি ৯৩ লক্ষ ৩৬ হাজার ৬৪০ টাকা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ