প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিনোদন রিপোর্ট: নতুন মেগা ধারাবাহিক নিয়ে আসছেন নির্মাতা-অভিনেতা হাসান জাহাঙ্গীর। অ্যাকশন ও থ্রিলারধর্মী গল্পের এ ধারবাহিকের নাম ‘অ্যাকশন গোয়েন্দা’। গত ৩০ জুলাই থেকে উত্তরায় এর শূটিং শুরু হয়েছে। এশিয়ান টিভির চেয়ারম্যান হারুনুর রশীদের মূল ভাবনায় ধারবাহিকটির গল্প লিখেছেন পুলিশ কর্মকর্তা মিজানুর রহমান শেলী এসপি। নাটকের চিত্রনাট্য ও পরিচালনা করেছেন হাসান জাহাঙ্গীর। নাটকটির অ্যাকশন গোয়েন্দা টিমে পাঁচজন সদস্য থাকবেন। তাদের মধ্যে একজন থাকবেন টিম লিডার। দেশে সংগঠিত বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড নাটকীয়ভাবে দমন করবেন গুয়েন্দা টিম। এতে অভিনয় করছেন নাটকের একঝাঁক তারকা শিল্পী। এর মধ্যে রয়েছেন অ্যাকশন গোয়েন্দা টিম লিডার হিসেবে সিরাজ হায়দার। টিমের অন্য সদস্যরা হিসেবে থাকবেন হাসান জাহাঙ্গীর, সাব্বির আহমেদ, অ্যানি খান ও হুমায়রা হিমু। এছাড়া বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করছেন নওশীন, হিল্লোল, শাহরিয়ার নাজিম জয়, বড়দা মিঠু প্রমুখ। ধারবাবাহিকটি প্রসঙ্গে হাসান জাহাঙ্গীর বলেন, এটি বিগ বাজেটের ধারাবাহিক। গল্পের প্রয়োজনেই দেশের নানা জায়গায় শূটিং করতে হবে। এয়ারপোর্ট, নৌবন্দরসহ দেশ-বিদেশের বিভিন্ন লোকেশনে শূটিং করা হবে। এতে পুরোপুরি থ্রিলারের স্বাদ পাবেন দর্শকরা। নওশীন বলেন, ধারাবাহিকটির গল্প দারুণ। এ ধরনের গল্পের নাটক আমাদের দেশে খুব কমই হয়েছে। আশা করি, দর্শকদের কাছে গ্রহণযোগ্যতা পাবে। নাটকটি সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে এশিয়ান টিভিতে প্রচার শুরু হবে বলে নির্মাতা জানিয়েছেন। এছাড়াও আগামী ঈদে বেশ কয়েকটি নাটকে অভিনয় করতে যাচ্ছেন হাসান জাহাঙ্গীর।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।