বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
যশোরের অভয়নগরের ভৈরব নদে পড়ে নিখোঁজ ঘাটশ্রমিক জসিম সরদারের লাশ ২৪ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।
বুধবার দুপুরে ভৈরব নদে লাশটি ভেসে ওঠে। কার্গো থেকে মাল আনলোড করার সময় মঙ্গলবার দুপুরে ভৈরব নদে পড়ে জসিম সরদার নিখোঁজ হয়েছিলেন।
তিনি নওয়াপাড়া বাজারের রাজ এন্টারপ্রাইজের ঘাট থেকে মাসুদ অ্যান্ড ব্রাদার্সের আমদানিকৃত গম ‘এমভি নারায়ণগঞ্জ’ জাহাজ থেকে খালাস করছিলেন।
ঘাটের লেবার সর্দার সিদ্দিক মজুমদার জানান, ঘাটশ্রমিক জসিম সরদার এক বস্তা গম মাথায় নিয়ে জাহাজ থেকে নিচে নামার সময় হঠাৎ নদীতে পড়ে নিখোঁজ হন। তার বাড়ি খুলনার ফুলতলা উপজেলার জামিরা এলাকায়।
ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাকে উদ্ধারের জন্য সঙ্গে সঙ্গে ভৈরব নদে তৎপরতা শুরু করে। কিন্তু তারা তাকে খোঁজে পায়নি।আজ বুধবার লাশটি ভেসে উঠলে তা উদ্ধার করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।