Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ছাগল মরার খবর শেয়ার করায় গ্রেফতার সাংবাদিকের জামিন

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ২ আগস্ট, ২০১৭, ১:২৪ পিএম

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দর বিতরণ করা একটি ছাগলের মৃত্যুর খবর ফেসবুকে শেয়ার করার কারণে গ্রেফতার সাংবাদিক আবদুল লতিফ মোড়লকে জামিন দিয়েছেন আদালত। বুধবার সকাল সাড়ে ১১টায় খুলনা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক নুসরাত জাবিন পুলিশ রিপোর্ট আসা পর্যন্ত তার অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন।
আসামিপক্ষের আইনজীবী মতিয়ার রহমান মোল্লা বলেন, অনলাইনে যে সংবাদটি প্রকাশিত হয়েছিলো, সেটি শুধু শেয়ার করেছিলেন লতিফ। এ কারণ আইন অনুযায়ী তার বিরুদ্ধে ৫৭ ধারায় মামলা হতে পারে না। এছাড়া প্রতিমন্ত্রী নিজেই বলেছেন, প্রকাশিত সংবাদে তার কোনো মানহানি হয়নি। তারপরও সুব্রত কুমার ফৌজদার অতিউৎসাহী হয়ে মামলা দায়ের করেছিলেন। আমরা বিষয়টি উল্লেখ করে জামিন আবেদন করলে আদালত অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন।
সাংবাদিক লতিফের মেয়ে মেহনাজ রেজা মিম্মা বলেন, বাবা জামিন পাওয়ায় আমরা খুশি। বাবাকে হয়রানি করতে মামলাটি করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ