Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পূর্ণাঙ্গ রায় না পড়ে মন্তব্য নয় -আইনমন্ত্রী

| প্রকাশের সময় : ২ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : পূর্ণাঙ্গ রায় না পড়ে কোনো মন্তব্য করবেন না বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। গতকাল মঙ্গলবার বিচারপতি অপসারণ ক্ষমতা সংসদের হাতে ন্যস্ত করে আনা সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণার পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর এ নিয়ে সাংবাদিকরা প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি এ মন্তব্য করেন।
আইনমন্ত্রী বলেন, আমি শুনেছি কিছুক্ষণ আগে সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ রায় নাকি বেরিয়েছে। তো সেই ক্ষেত্রে আমি পূর্ণাঙ্গ রায় এখনো পড়ি নাই। আমি এই রায় পড়ার পড়ে আমার প্রতিক্রিয়া জানাব। পূর্ণাঙ্গ রায়ে সংবিধানের ১৬ অনুচ্ছেদ অবৈধ ঘোষণার বিষয়ে জানতে চাইলে আনিসুল হক বলেন, আমি পূর্ণাঙ্গ রায় না পড়া পর্যন্ত কোনো মন্তব্য করব না। প্রসঙ্গত গত সপ্তাহে নি¤œ আদালতের বিচারকদের চাকুরীর বিধি সংক্রান্ত গেেেজটর খসড়া সুপ্রিম কোর্টে গিয়ে আইন মন্ত্রী পৌছে দেন। এরপর আপিল বিভাগ বলেন, খসড়ায় মাসদার হোসেন মামলার সুপারিশের উল্টো হয়েছে। পরে আইন মন্ত্রনালয়কে আলোচনা বসার কথাও বলেন আদালত। এরপর পর থেকে প্রধান বিচারপতি ও আইন মন্ত্রীর বিভিন্ন বক্তব্য দিয়ে আসছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আইনমন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ