Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আমরা কি কোর্টে বসে মন্তব্য করতে পারব না -প্রধান বিচারপতি

| প্রকাশের সময় : ২ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম


স্টাফ রিপোর্টার : প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা অ্যাটর্নি জেনারেলকে উদ্দেশ্য করে বলেছেন, আপনারা প্রধান বিচারপতি ও কোর্টের স্বাধীনতা খর্ব করতে করতে এমন জায়গায় নিয়ে যাচ্ছেন আমরা কি কিছুই বলতে পারব না? আমরা কি কোর্টে বসে মন্তব্য করতে পারব না? তিনি আরো বলেন, এজলাসে কথা বলার বিষয়ে কিছু মন্ত্রী বিচারপতিদের সমালোচনা করেছেন। এটা ফেয়ার। গতকাল মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালত নিয়ে আপিল শুনানিকালে এসব কথা বলেন প্রধান বিচারপতি।
প্রধান বিচারপতি অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম উদ্দেশ্য করে বলেন, কিছু কিছু মন্ত্রী এজলাসে বসে কথা বলার বিষয়ে মন্তব্য করেন। এটা কি ফেয়ার? আপনাকে প্রশ্ন করছি। জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, দুই দিক থেকে বক্তব্য আসে। বক্তব্য মিডিয়া লুফে নেয়।
প্রধান বিচারপতি বলেন, আপনি কেন এ কথা বলছেন? কোর্ট প্রসিডিংসে আমরা পলিটিক্যাল বক্তব্য দিই না। বিচার বিভাগ সংক্রান্ত বক্তব্য দেই। বিচার বিভাগে যখন যে ইস্যু চলে আসে যেমন আজকে মোবাইল কোর্ট সম্পর্কে। না বললে কি থাকল? মাসদার হোসেন মামলা আমরা পলিটিক্যাল কথা বলছি না।
এ সময় বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞা বলেন, শৃঙ্খলা বিধির খসড়ায় গেজেট প্রকাশের বিষয়টি আমরা সুপ্রিম কোর্টের কথা অনুসারে বলেছিলাম। কিন্তু আপনারা সেখানে সরকারের কথা বলেছেন।
এরপর প্রধান বিচারপতি বলেন, পলিটিক্যাল কথা বলছি না। কিছু কিছু মিনিস্টার মিস্টার অ্যাটর্নি জেনারেল, আপনারা জাজদের মধ্যে ডিভিশন সৃষ্টি করতে চাচ্ছেন। পত্রিকায় এসেছে একজন বলেছেন যে কোর্ট প্রসিডিংসে আদালতের কার্যক্রমে যা হয় তা নিয়ে পার্লামেন্ট বা পাবলিকলি কথা বলার সুযোগ নেই। সংবিধানের ১১৬ অনুচ্ছেদ ও ১১৬ অনুচ্ছেদের ‘ক’ ধারার ব্যাখ্যা দিয়ে মাসদার হোসেন মামলার রায় হয়েছিল জানিয়ে প্রধান বিচারপতি অ্যাটর্নি জেনারেলকে বলেন, এখন যদি আপনার কাছ থেকে ব্যাখ্যা শুনতে হয়, তাহলে তা দুঃখজনক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রধান বিচারপতি

২২ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ