Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কোটালীপাড়ায় ধর্ষিত স্কুলছাত্রীর আত্মহত্যা

| প্রকাশের সময় : ২ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

কোটালীপাড়া উপজেলা সংবাদদাতা : গোপালগঞ্জের কোটালীপাড়ায় ধর্ষিতা স্কুলছাত্রী রুনু বৈরাগী(১৭) আত্মহত্যা করেছে। সে উপজেলার ভুতেরবাড়ী গ্রামের জয়দেব বৈরাগীর মেয়ে ও ভাঙ্গার হাট টি,টি উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী। গত ১৮ জুলাই রাতে একই গ্রামের সরবিন্দু বৈরাগীর ছেলে তন্ময় বৈরাগী (৩০) ও তুলশি বৈরাগীর ছেলে পরেশ বৈরাগী (৩৫) তাকে বাড়ী থেকে ডেকে এনে ধর্ষণ করে। ঘটনাটি স্থানীয়দের হাতে ধরা পড়লে হরেন্দ্রনাথ বৈরাগীর ছেলে পরিতোষ বৈরাগী গালমন্দ করায় রুনু বিষপান করে আত্মহত্যার চেষ্টা চালায় এসময় তাকে কোটালীপাড়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তার আসঙ্কাজনক অবস্থা দেখে উন্নত চিৎিসার জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠায় সেখানে স্বাস্থ্যের অবনতি হলে খুলনা গাজী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় সেখানে সোমবার দুপুর ২টার দিকে তার মৃত্যু হয়। নিহতের পরিবারের লোকজনকে মামলা না করার জন্য ধর্ষকদের পক্ষ হতে হুমকী দেওয়া হচ্ছে বলে তারা জানায়। রুনু মৃত্যুর আগে তন্ময় ও পরেশের ধর্ষণের কথা চিরকুট লিখে জানায়। এদিকে স্থানীয়দের কাছে তন্ময় তার দোষ স্বীকার করেছে বলে স্থানীয়রা জানিয়েছে। এঘটনায় নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে, তারা ধর্ষকদের কঠোর শাস্তির দাবী জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ