বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রাম ব্যুরো : বিশিষ্ট লেখক, গবেষক ও সাংবাদিক সিদ্দিক আহমেদকে মরনোত্তর একুশে পদকে ভূষিত করার দাবি জানিয়েছেন বিশিষ্টজনেরা। সোমবার সন্ধায় চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে সিদ্দিক আহমেদ ফাউন্ডেশন আয়োজিত তার ৭১তম জন্মদিবসের অনুষ্ঠানে এ দাবি জানানো হয়। প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. অনুপম সেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল। প্রধান আলোচক ছিলেন বিএফইউজে’র মহাসচিব ওমর ফারুক। বক্তব্য রাখেন বিএফইউজে’র সহ-সভাপতি শহীদ উল আলম, চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি কলিম সরওয়ার, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, বিএফইউজে’র যুগ্ম মহাসচিব তপন চক্রবর্তী, সিইউজে’র সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, বিএফইউজে’র কার্যনির্বাহী সদস্য আসিফ সিরাজ, সিদ্দিক আহমেদের ছোট ভাই শামীম আল আজাদ। স্বাগত বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সদস্য সচিব সাংবাদিক খোরশেদ আলম।
বিএফইউজে সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল বলেন, সিদ্দিক আহমেদকে রাষ্ট্রীয় সম্মান অর্থাৎ একুশে পদকে ভুষিত করা সময়ের দাবী। সাংবাদিকতায় সিদ্দিক আহমদ ছিলেন সততা, নিষ্ঠা, দায়িত্ব ও দৃড়তার মূর্ত প্রতীক। ৭১ এর মহান স্বাধীনতা সংগ্রামের চেতনায় সারাজীবন আলো ছড়ানো একজন মানুষ। এ ধরনের মানুষকে একুশে পদক দিলে সবাই সম্মানিত হবেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।