Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সোনাপুর-ঠাকুর নওপাড়া সড়কের বেহাল দশা যান চলাচল বন্ধের আশঙ্কা

| প্রকাশের সময় : ২ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

গোয়ালন্দ (রাজবাড়ী) উপজেলা সংবাদদাতা : রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের ঠাকুরনওপাড়া-সোনাপুর সড়কের কালুখালী-ভাটিয়াপাড়া রেল সড়কের ঠাকুরনওপাড়া রেলগেইট এলাকায় সড়ক ভেঙে গেছে। ফলে যে কোন সময় যানবাহন চলাচল বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
গত সোমবার বিকালে কালুখালী-ভাটিয়াপাড়া রেল সড়কের উপজেলার ইসলামপুর ইউনিয়নের ঠাকুরনওপাড়া রেলগেইট এলাকায় বৃষ্টির কারণে পাকা সড়ক ভেঙে গেছে। সড়ক ভেঙে যাওয়ার কারণে ওই সড়কে চলাচলরত যানবাহনকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। আবার রাতের বেলায় অনেকে দুঘর্টনার শিকার হচ্ছে।
স্থানীয় মুদি দোকানী জানান, ওই সড়কের ভাঙ্গাস্থান একটু নিচু থাকার কারণে বৃষ্টির পানি গড়তে থাকে। বৃষ্টির কারণে মাটি ধ্বসে সড়কটি ভেঙে যায়। কোন প্রকার উদ্যোগ গ্রহণ না করায় গাছের ডাল দিয়ে ভাঙনের চিহৃ দেওয়া হয়েছে। দিনের বেলায় কষ্ট করে যানবাহন চলাচল করলেও রাতের বেলায় প্রায়ই দুঘর্টনা ঘটছে। দ্রæত পদক্ষেপ গ্রহন করা না হলে রেল সড়কটিও ভেঙ্গে যাওয়ার আশঙ্কা রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ