Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নাগরিক সেবা প্রদানে ঢাকার মেয়রদ্বয় ব্যর্থতার পরিচয় দিচ্ছেন -ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর

| প্রকাশের সময় : ২ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ রাজধানীর জলাবদ্ধতা দূরীকরণ, ড্রেনেজ ব্যবস্থা, সুপেয় পানি সরবরাহ, গ্যাস-বিদ্যুৎ ও যানজট নিরসনসহ নাগরিক সুবিধা প্রদানে ঢাকার মেয়রদ্বয় চরমভাবে ব্যর্থ হয়েছেন বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, নগরবাসী একের পর এক নতুন নতুন সমস্যায় জর্জরিত হচ্ছে। মেয়রদ্বয়ের অপরিণামদর্শী পদক্ষেপের কারণে রাজধানী আজ পানিতে থৈথৈ করছে।
গতকাল বিকেলে পল্টনস্থ কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের এক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ মৌসুমি বায়ূর দেশ, এখানে বর্ষাকালে বৃষ্টি হবে এটাই স্বাভাবিক। কিন্তু কোটি নাগরিকের শহর এই রাজধানীর জলাবদ্ধতা ও দূর্ভোগ নিরসণে মেয়রদ্বয়ের কোনো পূর্ব প্রস্তুতি ছিল না। এটা তাদের চরম অবহেলা। জলাবদ্ধতার বিষয়ে মেয়রদ্বয় ওয়াসার কাঁধে দায় চাপিয়ে পার পেতে নানা বক্তব্য দিয়ে চলেছেন। এটা দুঃখজনক। মেয়রদ্বয় সরকারের ছত্রছায়ায় নগর পিতার চেয়ার দখল করার কারণে নগরবাসীর প্রতি তাদের কোনো দায়বদ্ধতা আছে বলে তা হয়তো তারা মনে করেন না। তা নাহলে চিকুনগুনিয়া, জলাবদ্ধতা, যানজটে নাকাল নগরবাসীর সমস্যা নিরসণ না করে কিভাবে প্রতিনিয়ত দায়িত্বজ্ঞানহীন বক্তব্য দিচ্ছেন।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নগর উত্তর সহ-সভাপতি আলহাজ্ব আনোয়ার হে সেন ও হারুন আর রশিদ, মোশাররফ হোসাইন, মাওলানা আরিফুল ইসলাম, হাফেজ মাওলানা ছিদ্দিকুর রহমান, মুফতি জহির ইবনে মুসলিম, মুফতি মাছউদুর রহমান, এ কে এম নাজমুল হক, হাফেজ হানিফ ভূইয়া, মুফতী ফরিদুল ইসলাম, ডা. মজিবুর রহমান, এ্যাড. শওকত আলী, আবুল হোসেন প্রমূখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ