প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
অভি মঈনুদ্দীন: সঙ্গীত জীবনে সুদীর্ঘ ৫২ বছরের পথচলায় প্রথমবারের মতো কোনো গানে সুর করলেন রুনা লায়লা। তার স্বামী আলমগীরের নির্মিতব্য চলচ্চিত্র ‘একটি সিনেমার গল্প’র একটি গানের সুর করেছেন তিনি। তার সুর করা গানে কন্ঠ দিয়েছেন আঁখি আলমগীর। গাজী মাজহারুল আনোয়ারের লেখা ‘গল্প কথার ঐ কল্পলোকে জানি, একদিন চলে যাবো, কোথায় শুরু আর শেষ হবে কোথায়, সে কথা বলে যাবো’ এমন কথার গানটির সুর ও সঙ্গীত করেছেন রুনা লায়লা। এরইমধ্যে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে বলে জানান রুনা লায়লা। জীবনের প্রথম কোনো গানের সুর করা এবং আঁখি আলমগীরের গায়কী প্রসঙ্গে রুনা লায়লা বলেন, ‘আলমগীরের উৎসাহেই গানটির সুর করা। গানের কথা খুব ভালো লেগেছে। আমি মনে করি, একটি গানের সুর করাটাই হচ্ছে সবচেয়ে কঠিন কাজ। সেই কঠিন কাজটিই জীবনের প্রথম করেছি। সুর নিয়ে বেশ ভাবতে হয়েছে। তবে আলমগীরের কাছে আমার শর্ত ছিল, অ্যাকুস্টিক ইন্সট্রুম্যান্ট দিয়ে গানের পুরো কাজ শেষ করতে হবে এবং তাই হয়েছে। গানটি গাইবার আগে আঁখি ভীষণ নার্ভাস ছিল। গানটি যেহেতু ক্ল্যাসিক্যাল। তাই আঁখি খুব কষ্ট করেছে গানটি যথাযথভাবে গাইতে গিয়ে। আঁখি অসাধারণ গেয়েছে। আমার মনে হয়, গানটি একটি মাইলস্টোন গান হবে।’ আঁখি আলমগীর বলেন, ‘আমার বাবা এবং রুনা আন্টির কাছে ভীষণ কৃতজ্ঞ। তারা আমার উপর বিশ্বাস রেখে এমন একটি গান করিয়েছেন। আমার জীবনে এই গান এক ইতিহাস। আমি সত্যিই ভীষণ ভয়ে ছিলাম, ঠিকভাবে গাইতে পারবো কিনা। যেহেতু উচ্চাঙ্গ সঙ্গীত আমার জানা, তাই আত্মবিশ্বাস ছিলো সঠিকভাবে গাইতে পারবো। রুনা আন্টি আমাকে এই গানের জন্য যেসব টেকনিক শিখিয়েছেন, তাতে আমার গানের ধারাই পরিবর্তন হয়ে গেছে। গানটির রেকর্ডিং শেষে তিনি যখন আমাকে জড়িয়ে ধরেন তখন বাবা, আমি আর আন্টি কাঁদছিলাম। আর এটাই ছিলো আমার এ গানের জন্য বড় প্রাপ্তি।’ আলমগীর জানান, আগামী ৯ সেপ্টেম্বর থেকে বিএফডিসিতে ‘একটি সিনেমার গল্প’ চলচ্চিত্রটির শূটিং শুরু হবে। এর কাহিনী, সংলাপ, চিত্রনাট্য করেছেন আলমগীর। তার নিজস্ব প্রযোজনা সংস্থা ‘আইকন এন্টারটেইনম্যান্ট’র ব্যানারে চলচ্চিত্রটি নির্মিত হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।