প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিনোদন রিপোর্ট: যৌথ প্রযোজনায় সিনেমা নির্মাণ স্থগিত করে কিছুদিন আগে আদেশ দিয়েছে তথ্য মন্ত্রণালয়। এক বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন কমিটি করে নীতিমালা করা হবে। সেই কমিটি চ‚ড়ান্ত হয়েছে। কমিটির চেয়ারম্যান হয়েছেন বিটিভির ডিজি হারুন-অর-রশিদ। রয়েছেন এফডিসির এমডি তপন কুমার ঘোষ, টেলিভিশন ও চলচ্চিত্র ইনস্টিটিউটের প্রধান নির্বাহী মো. মনজুরুর রহমান, পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর, প্রদর্শক সমিতির সভাপতি নওশাদ আহমেদ, চলচ্চিত্র ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম, চলচ্চিত্র পরিবারের আহŸায়ক ফারুক এবং চলচ্চিত্র পরিচালক ও শিক্ষক মতিন রহমান। এছাড়া কমিটির সদস্য সচিব হিসেবে রয়েছেন তথ্য মন্ত্রণালয়ে চলচ্চিত্রের দায়িত্বে থাকা যুগ্মসচিব মো. ইউসুফ আলী মোল্লা। টেলিভিশন ও চলচ্চিত্র ইনস্টিটিউটের প্রধান নির্বাহী ও অতিরিক্ত সচিব মো. মনজুরুর রহমান জানান, আমরা শিঘ্রই মিটিংয়ের তারিখ নির্ধারণ করব। যত দ্রুত সম্ভব কমিটি খসড়া নীতিমালা তৈরি করে মন্ত্রণালয়ে জমা দেবে। উল্লেখ্য, এর আগে একটি কমিটি গঠিত হলেও চলচ্চিত্র পরিবারের আপত্তির কারণে নতুন করে গঠন করা হয়েছে। এ কমিটি যৌথ প্রযোজনার নীতিমালা নতুন করে তৈরি করবেন। এর আগে গত মাসে চলচ্চিত্র পরিবারের আন্দোলনের কারণে যৌথ প্রযোজনার চলচ্চিত্র নির্মাণ নীতিমালা ২০১২ (সংশোধিত) বাতিল করে দেয় তথ্য মন্ত্রণালয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।