রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
রামগড় (খাগড়াছড়ি) উপজেলা সংবাদদাতা : খাগড়াছড়ির রামগড় ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকী ২০১৭ এক প্রীতিভোজ অনুষ্ঠানের মধ্যদিয়ে গতকাল ১ আগস্ট ব্যাটালিয়ন সদর দপ্তরে যথাযথ মর্যাদায় উদ্যাপন করা হয়।
এ সময় রামগড় ৪৩ বিজিবি‘র জোন কমান্ডার লেঃ কর্ণেল এম জাহিদুর রশীদের নেতৃত্বে প্রীতিভোজ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যামিনীপাড়া ২৩ বিজিবি অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ মাহমুদুল হক, খাগড়াছড়ি বিজিবি হাসপাতাল গুইমারার অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আব্দুল ওহাব এমডি.এএমসি, সিন্ধুকছড়ি জোন কমান্ডার লেঃ কর্ণেল রুবায়েত মাহমুদ পিএসসি.জি, মাটিরাঙা জোন কমান্ডার লেঃ কর্ণেল কাজী শামসের উদ্দিন পিএসসি.জি, গুইমারা সেক্টর অতিরিক্ত পরিচালক. জিএসও-২ মেজর হামিদ-উর রহমান, খেদাছড়া ৪০ বিজিবির অতিরিক্ত অধিনায়ক মেজর মোঃ রফিকুল ইসলাম, মেজর মোঃ মোল্লা মুনতাসীর হোসেন, মেজর মোঃ রাকিব উদ্দিন পিএসসি.জি, মেজর স ম সালাহ উদ্দীন আকরাম পিএসসি.জি, মেজর আসিকুর রহমান, মেজর নূরুল ইসলাম রাইসুল, রামগড় সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দ মোঃ ফরহাদ, রামগড় ৪৩ বিজিবির এডি মোস্তফা, রামগড় থানার অফিসার ইনর্চাজ শরিফুল ইসলাম।
এতে আরো উপস্থিত ছিলেন সরকারী-বেসরকারী ও সামরিক উচ্চপদস্থ কর্মকর্তা, জনপ্রতিনিধি, মৌজা প্রধান, স্থানীয় সাংবাদিকসহ বিজিবির সদস্যরা প্রীতিভোজ অনুষ্ঠানে অংশ গ্রহন করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।