Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ছাতকে অবহেলিত গ্রামবাংলার খেলাধুলা

| প্রকাশের সময় : ২ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

ছাতক (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতা : ছাতকে এখনো অবহেলিতই রয়ে গেছে গ্রামবাংলার খেলাধুলা। এরমধ্যে পৃষ্ঠপোষকতার অভাবে হারিয়ে গেছে অনেকগুলো। গ্রাম প্রধান এদেশে খেলাধুলাকে অবহেলা করে দেশের উন্নয়ন সম্ভব নয় এমন অভিমত বুদ্ধামহলের। জাতীয় জীবনের সর্বক্ষেত্রেই খেলাধুলার প্রয়োজনীয়তা অপরিসীম। মনের বিষন্নতা এড়াতে খেলাধুলাকে লালন করতে হবে। এতে মনের সজিবতা বৃদ্ধি পেয়ে থাকে। অত্যন্ত পরিতাপের বিষয় হচ্ছে, খেলাধুলা যেভাবে অবহেলিত, তেমনি দারুনভাবে অবহেলিতই রয়ে গেছে গ্রামবাংলার খেলোয়াড়রা। তাদের নেই পর্যাপ্ত খেলার স্থান ও মাঠ। নেই খেলাধুলার প্রয়োজনীয় উপকরন ও সরকারি সহায়তা। নেই কোন প্রশিক্ষক বা প্রশিক্ষনের ব্যবস্থা। ফলে সুযোগ-সুবিধার অভাবে অকালেই ঝরে পড়ে প্রত্যন্ত গ্রামাঞ্চলের অসংখ্য প্রতিভাবান খেলোয়াড়। কর্তৃপক্ষ তৃণমূল পর্যায়ে নজর দিলে সেখান থেকে বেরিয়ে আসতে পারে সকিব, তামিম, মাশরাফি, আশরাফুল ও মোস্তাফিজের মতো খেলোয়াড়রা। কাটার মাস্টার মোস্তাফিজ গ্রামেরই ছেলে। এখনো গ্রামে রয়ে গেছে অনেক আন্তর্জাতিক মানের খেলাধুলা। এরমধ্যে ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, লাটিম খেলা, ঘুড়ি উড়ানো, কানামাছি, কাবাডি, কুতকুত, বায়োস্কুল, বৌচি, হা-ডুডু ইত্যাদি। এখন হারিয়ে যাওয়া এসব আঞ্চলিক খেলাগুলো পূনরুদ্ধারে সরকারি পৃষ্ঠপোষকতার প্রয়োজন রয়েছে। তাই এব্যাপারে কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন ক্রীড়ামোদি লোকজন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ