রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
তানোর (রাজশাহী) উপজেলা সংবাদদাতা : রাজশাহীর তানোর উপজেলা জনস্বাস্থ্য ও প্রকৌশল অধিদপ্তরের আওতায় এমপির বিশেষ বরাদ্ধের নলকুপ স্থাপনে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জনস্বাস্থ্য ও প্রকৌশল অধিদপ্তরের প্রশিক্ষণপ্রাপ্ত মিস্ত্রি ইসরাইল হোসেন বাদি হয়ে প্রধান প্রকৌশলী, তত্ত¡াবধায়ক প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলী ও উপজেলা সহকারি প্রকৌশলীর দপ্তরে লিখিত অভিযোগ করেছেন। অভিযোগের খবর ছড়িয়ে পড়লে সংশ্লিষ্ট বিভাগে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। অনিয়মের মাধ্যমে ১০০ ফিট গভীরে নলকুপ স্থাপন করা হলেও ১৫০ ফিট গভীরের বিল পরিশোধ করা হয়েছে বলেও অভিযোগে প্রকাশ।
অভিযোগ সূত্রে জানা গেছে, বিগত ২০১৫-১৬ অর্থবছরে জনস্বাস্থ্য ও প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে স্থানীয় এমপির নির্বাচনী এলাকায় এমপির বিশেষ বরাদ্ধ থেকে ১৬টি হস্তচালিত গভীর নলকুপ স্থাপন করা হয়। এসব নলকুপ স্থাপনে নলকুপ প্রতি ব্যয় ধরা হয় প্রায় ৪৫ হাজার টাকা। ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স বেলাল এন্টারপ্রাইজের কাছে থেকে জনস্বাস্থ্য ও প্রকৌশল অধিদপ্তরের মেকানিব আরিফুজ্জামান উচ্চমূল্য কার্যাদেশ কিনে সাব-ঠিকাদার হিসেবে নলকুপগুলো স্থাপন করেছেন। আর নলকুপ স্থাপনে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির আশ্রয় নেয়া হয়েছে বলেও অভিযোগে বলা হয়েছে। ফলে অধিকাংশ নলকুপ স্থাপনের পরপরই অকেজো হয়ে পড়েছে। প্রায় ১৫০ ফিট গভীরতায় নলকুপ স্থাপনের কথা বলা হলেও মাত্র ১০০ ফিট গভীরে নলকুপ স্থাপন করে বাকি ৫০ ফুটের উপকরণ আতœসাত করা হয়েছে। এছাড়াও সরকারিভাবে বরাদ্ধকৃত উন্নত মাণের পাইপের পরিবর্তে বাজার থেকে নিম্নমাণের পাইপ ব্যবহার করা হয়েছে এবং সরেজমিন অনুসন্ধান করলেই অভিযোগের সতত্যা পাওয়া যাবে বলেও লিখিত অভিযোগে উল্লেখ্য করা হয়েছে। উপজেলার কলমা ইউপির কুমড়াপাড়া গ্রামের সিরাজ উদ্দীন বলেন, নলকুপ স্থাপনের এক সপ্তাহ পরই তা অকেজো হয়ে পড়েছে, চৈারখৈর গ্রামের হারুন অর-রশিদ ভোতা, রশিদুল হাসান ও আব্দুর রশিদ একই অভিযোগ করে বলেন, তাদের নলকুপগুলোও স্থাপনের পরপরই অকেজো হয়ে পড়েছে। মুন্ডুমালা পৌর এলাকার প্রকাশনগর গ্রামের শফিকুল ইসলাম বলেন, নলকুপ স্থাপনের এক মাসের মধ্যে অকেজো হয়ে পড়েছে। চান্দুড়িয়া ইউপির দেওতলা গ্রামের সামমোহাম্মদ সামু ফকির বলেন, তার এখানে নলকুপ স্থাপনের মাত্র কয়েকদিনের মাথায় তা অকেজো হয়ে পড়েছে। তাদের দাবি নলকুপ স্থাপনে অনিয়ম ও দুর্নীতি করায় নলকুপগুলো অকেজো হয়ে পড়েছে।
এ ব্যাপারে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স বেলাল এন্টারপ্রাইজের স্বত্ত¡াধিকারী বেলাল-এর কোনো বক্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে জনস্বাস্থ্য ও প্রকৌশল অধিদপ্তরের মেকানিক আরিফুজ্জামান বলেন, অভিযোগ সঠিক নয়, তিনি বলেন, যেকোনো কারণে নলকুপ অকেজো হতে পারে। এ ব্যাপারে উপজেলা জনস্বাস্থ্য ও প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মোখলেসুর রহমান বলেন, অভিযোগের বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।