বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মাদক ব্যবাসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে খাগড়াছড়ির মাটিরাঙ্গা পৌরসভার ৮ননং ওয়ার্ডের মিস্ত্রি পাড়া থেকে ৭০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে মাটিরাঙ্গা থানা পুলিশ। সোমবার রাত ১২টার দিকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলো, মাটিরাঙ্গা পৌরসভার ৭নং ওয়ার্ডের মোহাম্মদপুর এলাকার মৃত- মমনোরঞ্জন দেব'র ছেলে বাসু দেব (৩৫) ও ৮নং ওয়ার্ডের মিস্ত্রিপাড়ার হারুনুর রশিদের ছেলে মো. আরিফ হোসেন (২০)।
মাটিরাঙ্গা পৌরসভার ৮নং ওয়ার্ডের মিস্ত্রিপাড়া মোড়ে ইয়াবা পাচারের উদ্দেশ্যে ইয়াবা ব্যবসায়ীদের একটি সিন্ডিকেট অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মাটিরাঙ্গা থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মমো. শাহজালাল এর নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় অপর ২/৩জন পালিয়ে যেতে সক্ষম হয়।
মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাহাদাত হোসেন টিটো, ঘটনার সত্যতা নিশ্চিত করে বরেন, আটক যুবকরা দীর্ঘদিন থেকে মাটিরাঙ্গা উপজেলার বিভিন্ন এলাকায় ইয়াবার ব্যবসা করে আসছিলো। মাটিরাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) সুনীল চন্দ্র সুত্রধর বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে মাটিরাঙ্গা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন বলেও জানান তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।