Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লোডশেডিং এর কারণে জনজীবন অতিষ্ঠ

পাঁচবিবি, উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১ আগস্ট, ২০১৭, ১১:৪৮ এএম

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা লোডশেডিং-এর কারণে জন জীবন অতিষ্ঠ নিদ্রাহীন রাত কাটাচ্ছে। পল্লী বিদ্যুতের রেশনিং পদ্ধতিতে চলছে বিদ্যুৎ সরবরাহ। দিবা-রাত্রীতে পাল্লা দিয়ে চলছে লোডশেডিং। বিদ্যুৎ সরবরাহ কম থাকায় রেশনিং পদ্ধতিতে চলছে বিদ্যুৎ বিতরণ। লোডশেডিং-এর কারণে গ্রাহকের মাঝে হতাশা বিরাজ করছে। ভাবসা গরম আর লোডশেডিং এর কারণে নিদ্রাহীন রাত কাটাচ্ছে। লোডশেডিং এর কারণে ফ্রিজ, টিভিসহ ইলেক্ট্রনিক সামগ্রী নিয়ে উদ্বিঘœ। স্বাভাবিক কাজ কর্ম ব্যাহত হচ্ছে। শিক্ষার্থী পড়েছে বেকায়দা। গ্রাহকদের অভিযোগ বিদ্যুৎ বিল পরিশোধ করলেও বাড়তি খরচ হচ্ছে মোমবাতি আর কেরাসিন তেলের পেছনে। পাঁচবিবি পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম-এর সঙ্গে এ বিষয়ে জানতে গেলে অফিসিয়াল কাজে ঢাকায় অবস্থান করায় লোডশেডিং বিষয়ে জানতে না পারলেও ইঞ্জিনিয়ার মোঃ আরিফুল আলম জানান, প্রতি ২৪ ঘণ্টায় ১৬ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা থাকলেও পাওয়া যাচ্ছে ৫ থেকে ৮ মেগাওয়াট। ফলে রেশনিং পদ্ধতিতে বিদ্যুৎ বণ্টন করা হচ্ছে। সেই কারণেই লোডশেডিং এর ধক্কল সইতে হচ্ছে গ্রাহকদের। এখানে পাঁচবিবি অফিসের করার কিছুই নেই। ভুক্তভোগীরা অভিমানের সুরে অভিযোগ করেছেন। বিদ্যুতের সরবরাহ কম থাকলেও প্রতিনিয়ত নতুন নতুন সংযোগ প্রদান করে যাচ্ছেন। নতুন নতুন সংযোগ না বাড়িয়ে বিদ্যুতের সরবরাহ বৃদ্ধির আবেদন জানিয়েছেন ভুক্তভোগীরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ