বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বোয়ালখালী (চট্টগ্রাম) সংবাদদাতা : চট্টগ্রামের বোয়ালখালীতে ভিক্ষুক পুর্ণবাসন ও মতবিনিময় সভা কারো মতামত ছাড়াই শেষ করলেন জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী। গতকাল সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সকল পর্যায়ের দারিদ্র নির্মূল করণে ২০২১ সালের মধ্যে দারিদ্র ও ক্ষুধামুক্ত এবং মধ্যম আয়ের বাংলাদেশ বিনির্মানের লক্ষ্যে জেলা প্রশাসন চট্টগ্রাম আয়োজিত ও স্থানীয় উপজেলা প্রশাসনের সহযোগীতায় এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সরকারী দলের নেতাসহ উপস্থিত বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ কোন ধরণের মতামত দিতে না পারায় ক্ষোভ প্রকাশ করেতে দেখা গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক উপস্থিত বিভিন্ন পেশার নেতৃবৃন্দ বিষয়টি খুবই অশোভনীয় বলে উল্লেখ করে উপস্থিত জনপ্রতিনিধি, পেশাজীবী ও রাজনৈতিক নেতৃবৃন্দকে মতামত দেয়ার সুযোগ থেকে বঞ্চিত করায় ক্ষোভ প্রকাশ করেছেন। অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী উপজেলার ১৫জন ভিক্ষুককে ৮টি ভ্যানসহ কাঁচা তরিতরকারি, ৪জনকে খাঁচাসহ হাঁসমুরগি, ১জনকে চা ও পান বিক্রির সরঞ্জাম ও ২জনকে সেলাই মেশিন দেয়া হয়। এছাড়া তাদের প্রত্যেককে নগদ ১০হাজার টাকা করে দেয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা অফিয়া আখতারের সভাপতিত্বে আয়োজিত সভায় উপজেলা চেয়ারম্যান মো.আতাউল হক, ভাইস চেয়ারম্যান কাজী ওবাইদুল হক হক্কানী, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিদা আকতার শেফু, পৌর মেয়র হাজী আবুল কালাম আবু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন, সাধারণ সম্পাদক জহিুরুলসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।