বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সরকার আদম আলী, নরসিংদী থেকে : চতুর্দশী এক কিশোরী নাট্য শিল্পীকে ধর্ষণও অবৈধ গর্ভপাতের অভিযোগে ইসমাইল মোল্লা নামে এক মাইক্রোবাস মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ধর্ষিতা কিশোরীর মা বাদী হয়ে নরসিংদী সদর মডেল থানায় মালিক ইসমাইল মোল্লা ও ড্রাইভার ইয়াকুবের বিরুদ্ধে এই ধর্ষণ মামলা দায়ের করেছেন।
ঘটনার সংক্ষিপ্ত বিবরণ থেকে জানা গেছে, ভৈরব উপজেলার নন্দীয়া এলাকার এক মাঝির কন্যা এই কিশোরী নাট্য শিল্পী নরসিংদীর ভেলানগরের সাজঘর নামক একটি পোশাক ঘরের মাধ্যমে বিভিন্ন এলাকায় যাত্রা ও থিয়েটারে নাচ গান ও অভিনয় করতো। সাজঘরটি ভেলানগর মাইক্রোবাস স্ট্যান্ডের সন্নিকটে হওয়ায় মাইক্রোবাসের ড্রাইভার ও মালিকরা সাজ ঘরে বসে আড্ডা দিতো। এই সুযোগে ভেলানগর মাইক্রোবাস মালিক সমিতির সহ-সভাপতি ইসমাইল মোল্লা কিশোরী নাট্য শিল্পীর সাথে পরিচয় ঘটে। তার সাথে প্রেমের সম্পর্কে স্থাপন করে। এক পর্যায়ে সে কিশোরীকে বিয়ে করার আশ্বাস দিয়ে তাকে নিয়ে কারারচর এলাকায় একটি বাড়ী ভাড়া করে সেখানে স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস করতে থাকে। এক পর্যায়ে কিশোরী অন্তসত্তা হয়ে পড়লে ঘটনাক্রমে ইসমাইল মোল্লা তার সহযোগী ড্রাইভার ইয়াকুবের সহযোগিতায় কিশোরীকে শিলমান্দী এলাকায় নিয়ে জোরপূর্বক অবৈধভাবে গর্ভপাত ঘটায় এবং এর পর পরই তাকে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে নরসিংদী থেকে বিতাড়িত করে দেয়। পরে নরসিংদীর সাংবাদিকরা মেয়েটিকে উদ্ধার করে নরসিংদী নিয়ে আসলে অবস্থা টের পেয়ে ইসমাইল মোল্লা পালিয়ে যায়। এই অবস্থায় কিশোরী নাট্য শিল্পী মারাত্মক অসুস্থ্য হয়ে পড়লে তাকে নরসিংদী জেলা হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে তার পিতা-মাতা নরসিংদী এসে ঘটনা জেনে ইসমাইল মোল্লা ও ইয়াকুব ড্রাইভারের বিরুদ্ধে নরসিংদী মডেল থানায় একটি মামলা দায়ের করে। এই ঘটনার পর মাইক্রোবাস মালিক সমিতি ও ভেলানগর বাজার বনিক সমিতি যৌথভাবে সভা ডেকে ইসমাইল মোল্লাকে সমিতির সহ-সভাপতির পদ থেকে বহিস্কার করে। ইসমাইল মোল্লার বাড়ী ভেলানগর বাসস্ট্যান্ড এলাকায় বলে জানা গেছে।
রাজবাড়ী পৌরসভার দোকান ভাড়া ও ট্যাক্স বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান
গোয়ালন্দ (রাজবাড়ী) উপজেলা সংবাদদাতা : রাজবাড়ী পৌরসভার দোকান ভাড়া ও ট্যাক্স বৃদ্ধির প্রতিবাদে ব্যাবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছে পৌর ব্যবসায়ী ঐক্য পরিষদ। গতকাল সকালে দোকান ভাড়া ও ট্যাক্স বৃদ্ধির প্রতিবাদে রাজবাড়ী প্রেস ক্লাবের সামনে থেকে বের করা হয় একটি বিক্ষোভ মিছিল। মিছিলটি রাজবাড়ী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রাজবাড়ী পৌরসভা কার্যালয়ে গিয়ে শেষ হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।