Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিলেট আ’লীগের র‌্যালি

| প্রকাশের সময় : ১ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম


সিলেট অফিস : শোকের মাস আগস্ট ও জাতীয় শোক দিবস উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করেছে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ। কর্মসূচির অংশ হিসেবে আজ মঙ্গলবার সকাল ১১টায় নগরীর রেজিস্ট্রারী মাঠ থেকে শোক র‌্যালী বের করা হবে। এছাড়া ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে সকাল ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন, সাড়ে ১০টায় স্বেচ্ছায় রক্তদান কর্মসুচী, ১১টায় জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল এবং শিরণী বিতরণ করা হবে। সিলেট জেলা ও মহানগর আওয়ামীলীগের আওতাধীন প্রতিটি ইউনিটকে যথাযোগ্য মর্যাদায় শোক দিবস পালন করার নির্দেশ দেওয়া হয়েছে।

শ্রীপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
শ্রীপুর (গাজীপুর) উপজেলা সংবাদদাতা
শ্রীপুর পৌর এলাকার বৈরাগীরচালা গ্রামে তিতাস গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করণ অভিযান চালিয়েছে ভ্রাম্যমাই আদালত। ড়শলভঠ সোমবার গাজীপুর তিতাস গ্যাস কর্তৃপক্ষের উদ্দোগে শ্রীপুর উপজেলা সহঃ কমিশনার (ভ‚মি) মাসুম রেজা উক্ত ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। আদালত অবৈধ সংযোগে গ্যাস লাইন ব্যবহারের অভিযোগে স্থানীয় দুই ব্যক্তির কাছ থেকে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এরা হলো ঝর্ণা জামান ও হিরো শেখ। ওই এলাকার ৩ কিলোমিটারে প্রায় ২৫০টি অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ