Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আওয়ামী লীগের গণতন্ত্র মানে ভাওতাবাজী গণতন্ত্র -চৌধুরী কামাল ইবনে ইউসুফ

| প্রকাশের সময় : ১ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম


Ñ
ফরিদপুর জেলা সংবাদদাতা ঃ বিএনপির নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফ বলেছেন, আওয়ামী লীগ মুখেই শুধু গণতন্ত্রের কথা বলে। তাদের কথার সাথে কাজের কোন মিল নেই। আওয়ামী লীগের গণতন্ত্র মানে ‘ভাওতাবাজী গণতন্ত্র’। তাদের কাছে গণতন্ত্র বলে কিছু নেই। আওয়ামী লীগের বর্তমান অবস্থা ভয়াবহ। তারা এখন শুধু বিএনপিকেই নয়, নিজেদের ছায়া দেখলেও ভয় পায়। দেশে আইনের শাষন নেই বলেই তারা যা ইচ্ছে তাই করছে। আওয়ামী লীগের দুঃশাষনের কারণে দেশের কোন মানুষই শান্তিতে নেই। দেশের মানুষকে ভয়ের মধ্যে রেখে তারা দেশ পরিচালনা করছেন। বিএনপির কর্মসূচিতে বাঁধা প্রসঙ্গে চৌধুরী কামাল ইবনে ইউসুফ বলেন, কোন কর্মসূচিই পালন করতে দিচ্ছে না পুলিশ। এসবের জবাব একদিন দিতেই হবে। গতকাল সোমবার দুপুরে ফরিদপুর জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে বিএনপির নতুন সদস্য সংগ্রহ অভিযান ও নবায়ন কর্মসূচি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বিএনপিপন্থি আইনজীবীদের ব্যানারে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আসাদুর রহমান খান মিলু। অনুষ্ঠানে অন্যন্যের মাঝে উপস্থিত ছিলেন আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আওলাদ আলী মিয়া, আইনজীবী সমিতির সাবেক সভাপতি গোলজার হোসেন মৃধা, জেলা বিএনপির সহ সভাপতি এ এফ এম কাইয়ুম জঙ্গী, সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আলী আশরাফ নাননু, জিয়া পরিষদের সভাপতি অ্যাডভোকেট আঃ হান্নান, অ্যাডভোকেট লুৎফর রহমান পিলু, অ্যাডভোকেট গোলাম রব্বানী রতন, বিএনপি নেতা এবি সিদ্দিকী মিতুল, যুবদলের সাধারন সম্পাদক একে কিবরিয়া স্বপন, গোলাম মোস্তফা মিরাজ, অধ্যক্ষ সেলিম মিয়া,অ্যাডভোকেট আশুতোষ টিকাদার শীতল, ছাত্রদলের সভাপতি বেনজির আহমেদ তাবরিজসহ বিএনপিও সহযোগী সংগঠনের নেতৃবন্দ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন অ্যাডভোকেট মামুনুর রশিদ।



 

Show all comments
  • S. Anwar ১ আগস্ট, ২০১৭, ৮:১২ এএম says : 0
    আওয়ামী গনতন্ত্র মানে একচ্ছত্র আধিপত্য আর অতি সাম্প্রতিক কালের বরগুনার ইউএনও গাজী তারিক সালমান আর বগুড়ার সোনালী আক্তার এর মতো দেশব্যাপী নিরবে ছড়িয়ে থাকা লক্ষ লক্ষ ভুক্তভোগীদের ভাগ্য বিড়ম্বনা।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ