Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চাটখিলে প্রথম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ

| প্রকাশের সময় : ১ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম


চাটখিল (নোয়াখালী) উপজেলা সংবাদদাতা : চাটখিল উপজেলার ফাওড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির কর্মচারী নূর হোসেন সবুজের বিরুদ্ধে একই বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী মেহনাজ (৬) কে ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। ছাত্রী মেহনাজের মা জোসনা আক্তার গত রোববার সন্ধ্যায় চাটখিল থানায় এ ব্যাপারে অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে জানা যায়, ফাওড়া সরকারি প্রাথামিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী মেহনাজ ২৬ শে জুলাই সকালে স্কুলের পার্শ্ববর্তী এক শিক্ষকের কাছে প্রাইভেট পড়তে যাওয়ার সময় স্কুলের দপ্তরি সবুজ কৌশলে তাকে স্কুলে তার শয়ন কক্ষে নিয়ে যায়। কক্ষে নিয়ে দরজা বন্ধ করে জোরপূর্বক ওই ছাত্রীর মুখে কম্বল গুজে তাকে ধর্ষণের চেষ্টা চালায় এবং তার গলা টিপে ধরে। ছাত্রীর চিৎকারে সে ধর্ষণে ব্যর্থ হয়। পরবর্তীতে এ ঘটনা কাউকে বললে খুন করবে বলে হুমকি দিয়ে তাকে ছেড়ে দেয়। এ ঘটনার পর ছাত্রীটি ভয়ে পরপর দুই দিন প্রাইভেট পড়তে না যাওয়ায় তার মা তাকে জিজ্ঞাসা করলে সে তার সাথে ঘটে যাওয়া নেক্কারজনক ঘটনাটি খুলে বলে। পরে ছাত্রীটির অভিভাবকরা ঘটনাটি স্কুলের প্রধান শিক্ষককে জানায়। প্রধান শিক্ষক বিষয়টি উপজেলা শিক্ষা অফিসার আবুল ফজলকে অবহিত করেন। শিক্ষা অফিসার তাৎক্ষনিক রোববার বিকেলে ৩ জন সহকারি শিক্ষা অফিসার জেহাদুল ইসলাম, এবিএম নুরুজ্জামান ও শাহাদাত হোসেনকে ঘটনা তদন্তের জন্য পাঠান। তদন্তকারী কর্মকর্তাগণ প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতার প্রমাণ পান। পরে রোববার সন্ধ্যায় ছাত্রীটির মা চাটখিল থানায় অভিযোগ দায়ের করেন।
এ ব্যাপারে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা সবিতা রানীর সাথে কথা বললে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন। এ দিকে শিক্ষা কর্মকর্তা আবুল ফজল জানান, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়ায় অভিযুক্ত দপ্তরী সবুজকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করে বলেন, তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

যশোরে উত্তরা ব্যাংকের বুথে জাল টাকা পাওয়ার অভিযোগ
যশোর ব্যুরো : যশোরের উত্তরা ব্যাংকের এটিএম বুথ থেকে গতকাল দুপুরে এক হাজার টাকার একটি জাল নোট পাওয়া গেছে বলে অভিযোগ করেছেন একজন স্থানীয় ব্যবসায়ী হাফিজুল ইসলাম ইমন। বুথ থেকে জাল নোট বের হওয়ার খবর শুনে সরেজমিনে তদন্তে যান ব্যাংকের যশোর শাখার ব্যবস্থাপক শাহ আলম।
অভিযোগের ব্যাপারে শাহ আলম বলেন, ‘গত ১৯ জুলাই বুথে ১৮ লাখ টাকা লোড করা হয়। ব্যাংকের ক্যাশিয়ার প্রথমে টাকা গুণে যাচাই-বাছাই করেন এবং পরে দু’জন অফিসার সেই টাকা বুথে লোড করেন। আমরা বুথের ভিডিও ফুটেজ সংগ্রহ করেছি। এ ঘটনার সঙ্গে কারা জড়িত তা খতিয়ে দেখছি। যদি ব্যাংকের কেউ জড়িত থাকেন, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
এ ব্যাপারে অভিযোগকারী জানান, রেল রোড চৌরাস্তা মোড়ের বুথ থেকে সোমবার দুপুর ১১টার দিকে দু’দফায় ১৫ ও ২০ হাজার করে মোট ৩৫ হাজার টাকা উত্তোলন করি। টাকা তোলার পর বেগুনি রঙের একটি এক হাজার টাকার নোট (নম্বর : কঢ ৫৬৩৫৭৪৫) দেখে তা জাল মনে হয়। বিষয়টি বুথের গার্ডকে জানালে তিনি ব্যাংকের ম্যানেজারের ফোন নাম্বার দিয়ে তার সঙ্গে যোগাযোগ করতে বলেন। আমি তাদেরকে বিষয়টি অবহিত করি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ