Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে জালনোটসহ দুই নারী গ্রেফতার

| প্রকাশের সময় : ১ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : নগরীতে ৫৭ হাজার টাকার জাল নোটসহ দুই নারীকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন- বিবি আছমা নদী (২৫) ও ফাতেমা বেগম (৩৫)। তারা দুইজনই ল²ীপুরের বাসিন্দা। নগরীর আকবর শাহ ও ডবলমুরিং থানা এলাকা থেকে রোববার রাতে তাদের গ্রেফতার করা হয়। আকবর শাহ থানার ওসি মুহাম্মদ আলমগীর জানান, রাতে সিটি গেইট এলাকা দিয়ে যাওয়ার সময় সন্দেহজনক আচরণের জন্য নদীকে আটক করে তল্লাশি করে পুলিশ। এসময় তার কাছ থেকে ৪০টি এক হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়। পরে নদীকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হলে ফাতেমা বেগম নামে এক নারীর কাছ থেকে টাকাগুলো নিয়ে ল²ীপুর যাচ্ছিলেন বলে জানান।
ওসি আলমগীর আরও জানান, নদীর কাছ থেকে পাওয়া তথ্যে আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকার ১৬ নম্বর রোডে একটি বাসায় অভিযান চালিয়ে ফাতেমাকে গ্রেফতার করা হয়। পরে বাসা তল্লাশি করে আরও ১৭টি এক হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ