পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
মোঃ হাবিবুল্লাহ, ছারছীনা মাহফিল থেকে : ছারছীনা দরবার সম্পূর্ণ একটি রাজনীতিমুক্ত দরবার। তাই সব রাজনৈতিক দলের লোকের এখানে পদচারণা হচ্ছে। এ দরবার দ্বীনি খেদমতের দরবার। মানুষকে আল্লাহওয়ালা বানাতে দাদা হুজুর মাওলানা নেছারুদ্দীন আহমদ (রহ.) ছারছীনা দরবার প্রতিষ্ঠা করেছেন।
ছারছীনা শরীফের তিন দিনব্যাপী ১২৬তম বার্ষিক মাহফিল ও বাংলাদেশ জমিয়াতে হিযবুল্লাহ সম্মেলনের প্রথম দিন গতকাল (বৃহস্পতিবার) আমীরে হিযবুল্লাহ ছারছীনা শরীফের পীর ছাহেব কেবলা আলহাজ হযরত মাওলানা শাহ্ মোহাম্মদ মোহেব্বুল্লাহ (মা.জি.আ) মাহফিল ময়দানে উপস্থিত লাখ লাখ ভক্ত ও মুরিদানের উদ্দেশে এ কথা বলেন।
পীর ছাহেব হুজুর কেবলা আরো বলেন, দেশ ও দেশের মানুষ ভাল থাকলে এ দরবার থাকবে; দেশের মানুষ ভাল না থাকলে দরবার ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই পীর ছাহেব কেবলা মহান আল্লাহ রাব্বুল আলআমীনের কাছে দেশের মুসলিম উম্মার কল্যাণ কামনায় দরবারের ভক্ত ও মুরিদানদের দোয়া কামনা করেছেন। নবী রাসূলের সুন্নতরের তরীকায় ছারছীনা দরবার পরিচালিত তাই এ দরবারের নাম হয়েছে ছারছীনা দারুছুন্নাত। সংসদের ডেপুটি স্পিকার আলহাজ অ্যাডভোকেট ফজলে রাব্বি মাহফিলে অতিথির বক্তব্যে হুজুর কেবলার কাছে দেশ ও দেশের মানুষের কল্যাণ কামনাসহ বিশেষ করে দেশের স্বাধীনতা যুদ্ধে ত্রিশ লাখ শহীদের রুহের মাগফিরাত কামনায় দোয়া চেয়েছেন।
এছাড়া প্রথম দিনের অতিথি বক্তব্যে পিরোজপুর-১ আসনের এমপি একেএমএ আউয়াল বলেন, ছারছীনা দরবার নিয়ে যারা ষড়যন্ত্র করে তারা প্রাকৃতিক নিয়মে ধূলিসাৎ হয়ে যাবে। কারণ, মরহুম দাদা হুযুর (রহ.) নিজ হাতে তিল তিল করে এ দরবার প্রতিষ্ঠা করেছেন। তিনি আরো বলেন, অন্তত যারা একবার কলেমা পড়েছেন তারা এ দরবারের ক্ষতি সাধনায় লিপ্ত হবেন না। এ দরবারে নবীর সুন্নাত রয়েছে।
১২৬তম এই বার্ষিক মাহফিলের প্রথম দিনে ইসলামের মৌলিক ও সার্বিক বিষয়বালির উপর আলোচনা করেন, বাংলাদেশ জমিয়াতে হিযবুল্লাহর সিনিয়ার নায়েবে আমীর ও পীর ছাহেব কেবলার বড় ছাহেবজাদা আলহাজ হযরত মাওঃ শাহ আবু বকর নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন, বাংলাদেশ জমিয়াতে হিযবুল্লাহর বরিশাল বিভাগীয় সমন্বয় কমিটির আহবায়ক ও হযরত পীর ছাহেব কেবলার বড় জামাতা আলহাজ মির্জা নুরুর রহমান বেগসহ ছারছীনার দেশ বরণ্যে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদগণ।
মাহফিলে বিশেষ মেহমান হিসাবে উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ স ম মো. মোজাম্মেল হক। এছাড়া আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর নায়েবে আমীর ও দৈনিক ইনকিলাবের নির্বাহী সম্পাদক আলহাজ মাওলানা কবি রুহুল আমীন খান, পিরোজপুর ডেপুটি কমিশনার শেখ খাইরুল আলাম, পিরোজপুর পুলিশ সুপার মো. ওয়ালিদ হোসেন, স্বরূপকাঠি পৌর মেয়র গোলাম কবির, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল কালাম তালুকদার প্রমুখ।
উল্লেখ্য, মাহফিলের প্রথম দিনেই লোকে লোকারন্য হয়ে গেছে ছারছীনার ময়দান ও আশপাশ এলাকা। এখন দেশের দূর-দূরান্ত থেকে সড়ক ও নৌ-পথ যোগে মাহফিল উপলক্ষে যেন মুসল্লিদের ঢেউ নেমেছে পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সন্ধ্যা নদীর কূল ও পার্শ্ববর্তী গ্রামগুলোতে। আজ (শুক্রবার) মাহফিলের দ্বিতীয় দিন। তাই বিশেষকরে, লাখ লাখ মুসলমানদের সমাগমে পবিত্র জুমার নামাজ আদায়ের লক্ষ্য নিয়ে মাহফিলে অব্যাহত আছে মুসল্লিদের ঢল। আশাকরা যাচ্ছে এবারের ছারছীনার মাহফিলে কল্পনাতীত লোক সমাগম ঘটবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।