Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টাঙ্গাইল জেলা বিএনপির চার নেতা বহিষ্কার

| প্রকাশের সময় : ১ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে টাঙ্গাইল জেলা বিএনপি’র চারজন নেতাকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত নেতারা হলেন জেলা বিএনপি’র সহ-সভাপতি আলী ইমাম তপন, হাসান্জ্জুামিল শাহীন, যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদুল হক শাতিল এবং সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কাজী শফিকুর রহমান লিটন। গতকাল (সোমবার) দলের সহ-দফতর সম্পাদক মোঃ তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় গঠনতন্ত্রের ৫ (গ) ধারা মোতাবেক প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে তাদেরকে সাময়িক বহিস্কার করা হয়েছে। কেন তাদেরকে স্থায়ীভাবে দল থেকে বহিস্কার করা হবেনা তার যথাযথ কারণ দর্শিয়ে আগামী ৭ দিনের মধ্যে দলের মহাসচিব বরাবরে একটি লিখিত জবাব কেন্দ্রীয় দফতরে প্রেরণ করার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ