Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চাটখিলে শিশু নির্যাতনের অভিযোগ দপ্তরী সাময়িক বরখাস্ত

| প্রকাশের সময় : ১ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

চাটখিল উপজেলা সংবাদদাতা : নোয়াখালীর চাটখিল উপজেলার ফাওড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেনীর এক ছাত্রীকে নির্যাতনের অভিযোগে ওই বিদ্যালয়ের দপ্তরী কাম নৈশ প্রহরী নুর হোসেন সবুজ কে (২৫) সাময়িক ভাবে বরখাস্ত করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে ম্যানেজিং কমিটির এক সভায় শিশু নির্যাতনের অভিযোগে নুর হোসেনকে বরখাস্ত করা হয়েছে বলে কমিটির সভাপতি নাছির উদ্দিন মিরন নিশ্চিত করেন। এ ব্যাপারে ওই ছাত্রীর মা বাদী হয়ে চাটখিল থানায় লিখিত অভিযোগ করেন। লিখিত অভিযোগে জানা যায়, শনিবার সকালে ওই ছাত্রী স্কুলে যেতে চাচ্ছে না। তার মা স্কুলে না যাওয়ার কারন জানতে চাইলে ছাত্রী জানান, স্কুলের দপ্তরী তাকে স্কুলের একটি কক্ষে আটক রেখে তার পরনের পায়জামা ছিড়ে ফেলে। ছাত্রীর মা এ ব্যাপারে স্কুল কমিটির নিকট অভিযোগ করেন। এ ব্যাপারে বিচারের নামে কমিটি কাল ক্ষেপন করতে থাকে। বিচার না পেয়ে ওই ছাত্রীর মা রোববার রাতে চাটখিল থানায় বিচার চেয়ে লিখিত অভিযোগ করেন। ওসি তদন্ত আবুল খায়ের গতকাল সোমবার বিকেলে সাংবাদিকদেরকে জানান, নুর হোসেন কে গ্রেফতার করার জন্য ”েষ্টা চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ