Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাজী সাইফ আহমেদের নাটক অনুতপ্ত অনুভূতি

| প্রকাশের সময় : ১ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক: স¤প্রতি উত্তর বিভিন্ন লোকেশনে শূটিং হলো খন্ড নাটক অনুতপ্ত অনুভূতি’র। সৈয়দ ইকবালের রচনায় নাটকটি নির্মাণ করেছেন কাজী সাইফ আহমেদ। অভিনয় করেছেন বাঁধন, রওনক হাসান, রবি বাবু, তানভীর মাসুদ সহ আরো অনেকে। নাটকটি নিয়ে রওনক হাসান বলেন, একেবারে ভিন্ন ধারার একটি নাটকে অভিনয় করলাম। বাঁধন বলেন, নাটকটি সম্পূর্ণ গতানুগতিক ধারার বাইরে এবং গল্পটি অসাধারণ। আশা করি, দর্শকের ভাল লাগবে। নাটকের গল্পে দেখা যায়, পিয়া দেশের বাইরে পড়াশোনার জন্য যায়। বিদেশে যাওয়ার ঠিক আগে তার বাবা-মা তাকে বাধ্য করে বিয়ে করার জন্য। তাই নিজের ভালবাসাকে বলি দিয়ে বিয়ে করে সৈকতকে। দেশে ফেরার সময় এয়ারপোর্টে যাওয়ার কথা ছিল সৈকতের। কিন্তু সৈকত গুরুত্বপূর্ণ কাজে আটকে যাওয়ায় তারই বন্ধু আরিয়ানকে এয়ারপোর্টে যেতে বলে। বন্ধুর কথা রাখার জন্য এয়ারপোর্টে যায় আরিয়ান। এত বছর পর দেশে এসে প্রথমই আরিয়ানের সঙ্গে দেখা হবে চিন্তাও করেনি পিয়া। রাস্তায় চলতে-ফিরতে খানিক কথোপকথনে জানা যায় তাদের মধ্যকার অতীতের গল্প। কেন দুজন দুজনকে ছেড়ে চলে গিয়েছিল কেনইবা তারা নিজেদের হারিয়েছিল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ