Inqilab Logo

সোমবার, ১০ জুন ২০২৪, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৩ যিলহজ ১৪৪৫ হিজরী

৩ টাকা হালি লেবু চাষিরা বিপাকে

| প্রকাশের সময় : ১ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম


শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) উপজেলা সংবাদদাতা : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার লেবু চাষি ও ব্যবসায়ীরা লেবু নিয়ে পড়েছে বিপাকে। রমজানের ঈদের পরেই রাজধানীতে মাঝে মধ্যে বর্ষণ ও লেবু ব্যবসায়ীদের পরিবহণ সংকটের কারণে পাঠাতে পাচ্ছে না ব্যবসায়ীরা। লেবু ব্যবসায়ী একরামুল হক জানান, শিবগঞ্জ উপজেলাসহ পার্শ্ববর্তী উপজেলায় সহস্রাধিক বিঘা জমিতে কাগচি লেবু আবাদ হয়ে থাকে। বিভিন্ন অসুবিধার কারণে এ এলাকার লেবু পাঠানো যাচ্ছে না দেশের বিভিন্ন গন্তব্যে। বর্তমানে প্রায় সব বাগানেই লেবু পেকে লাল হয়ে যাচ্ছে। গতকাল সকালে উপজেলার বিভিন্ন বাজারে ওইসব পেকে যাওয়া লাল লেবু খোলা বাজারে হালি প্রতি তিন টাকা দরে বিক্রি হচ্ছে। তারপরও ক্রেতা নেই বাজারে। ব্যবসায়ী একরামুল হক আরও জানান, রমজান মাসে প্রতি হাজার লেবু বিক্রয় হয়ে এক হাজার একশ’ টাকা থেকে এক হাজার ছয়শ’ টাকা পর্যন্ত। কিন্তু বর্তমানে রাজধানীতে লেবুর বাজার দর অত্যন্ত খারাপ হওয়ায় লেবু দাম কমে বিক্রি হচ্ছে প্রতি হাজার লেবু মাত্র চারশ’ টাকা দরে। ফলে লেবু নিয়ে একদিকে চাষি অন্যদিকে ব্যবসায়ীরা পড়েছে চরম বিপাকে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ