Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাপ্তাইয়ে পবিত্র কুরআন প্রদান

| প্রকাশের সময় : ১ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

কাপ্তাই (রাঙ্গামাটি) উপজেলা সংবাদদাতা : রাঙ্গামাটি ইসলামি ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত কাপ্তাই বড়ইছড়ি ইফার কার্যালয়ে মসজিদ ভিত্তিক শিশু গণশিক্ষা শিক্ষকদের নিয়ে গতকাল (সোমবার) মাসিক সম্মনয় সভা ও দোয়া মুনাজাত করা হয়। মাসিক সভার সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন ফিল্ড সুপারভাইজার মোঃ আমিনুল ইসলাম। মাসিক সভায় কাপ্তাইয়ে গণশিক্ষার শিক্ষকের সম্মানি বৃদ্ধিকরণ, মসজিদ, স্কুল নির্মানসহ বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়ার কথা উল্লেখ করেন। সভায় প্রধান অতিথি ছিলেন, কাপ্তাই নির্বাহী কর্মকর্তা তারিকুল আলম। বক্তব্য রাখেন মডেল কেয়ারটেকার মাওলানা সিরাজুল ইসলাম, আব্দুল ছালাম, মোঃ জালাল উদ্দিন, শিক্ষক কবির হোসেনসহ প্রমুখ। এ সময় বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ হতে নির্বাহী কর্মকর্তাকে দু’টি পবিত্র কুরআন শরীফ প্রদান করা হয়।


আগ্নেয়াস্ত্রসহ আটক ২
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) উপজেলা সংবাদদাতা : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের রাজনগর হাঙ্গামী এলাকা থেকে বিদেশী পিস্তুল ও গুলিসহ দুইজনকে আটক করেছে র‌্যাব। আটককৃতরা হলো, উপজেলার তারাপুর গ্রামের আবদুল হকের ছেলে সাইরন আলী (২৮) ও চামপুর গ্রামের এরফান আলীর ছেলে আনারুল ইসলাম (৩০)। র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সকাল নয়টার দিকে র‌্যাব-৫ রাজশাহীর মোল­াপাড়া ক্যাম্পের স্কোয়াড কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার শামীমের নেতৃত্বে র‌্যাবের একটি টহল দল মনাকষা ইউনিয়নের রাজনগর হাঙ্গামী এলাকায় অভিযান চালিয়ে দুটি বিদেশী পিস্তুল, চারটি মাগ্যাজিন ও বার রাউন্ড গুলিসহ সাইরন ও আনারুল নামে দুইজন অস্ত্র ব্যবসায়ীকে আটক করে। এ ব্যাপারে শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ