Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঝিনাইদহে দিন মজুরকে এক ঘরে করে রাখাদের খুঁজে বের করার নির্দেশ

ঝিনাইদহ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩১ জুলাই, ২০১৭, ৬:৫৮ পিএম

ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী ইউনিয়নের নাটাবাড়িয়া গ্রামের দিন মজুর জহুরুল ইসলাম নামে এক ব্যক্তিকে এক ঘরে করে রাখার বিষয়ে ঝিনাইদহের একটি আদালত ঘটনার সাথে জড়িতদের খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন। সোমবার সকালে ঝিনাইদহ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ জাকির হোসেন এই আদেশ দেন। আগামী ১৫ দিনের মধ্যে ঝিনাইদহ পি.বি.আইকে ঘটনার সাথে কেও জড়িত থাকলে তা তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। মিস কেস ১৭/১৭ নং মামলার আদেশে বলা হয়েছে, দিন মজুর জহুরুল ইসলামকে এক ঘরে করে রেখে তাকে কতিপয় ব্যক্তি কাজকর্ম ও চলাফেরায় বিঘœ সৃষ্টি করেছেন। আদেশে বলা হয়, চলাফেরা ও কাজ করার স্বাধীনতা আমাদের সংবিধান স্বীকৃত মৌলিক অধিকার। এই অধিকার ভঙ্গ করে তাকে একঘরে ও গত ১২ জুলাই ভুরিভোজের মাধ্যমে দিন মজুর জহুরুল ইসলামের প্রতি বেআইনি আচরণ করা হয়েছে। আদালতের বিজ্ঞ বিচারক মনে করেন এইরূপ বেআইনি কর্মকান্ডে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি কের। ফলে অসামাজিক এসব অনাচার বন্ধ ও এর সাথে জড়িতদের আইনের আওতায় আনা আবশ্যক। ঝিনাইদহ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির মোঃ সোহেল রানা এ ধরণের আদেশের সত্যতা নিশ্চয় করে জানান, আদালতের কপি ইতিমধ্যে ঝিনাইদহ পিবিআই অফিসে পাঠানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ